যশোর কেন্দ্রীয় কারাগারে এক হাজতী আসামী গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালানোর খবর ফাঁস

0
413

নিজস্ব প্রতিবেদক : যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে টমাস নামে এক হাজতী আসামী নিজের গলায় বেøড চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি সোমবার সন্ধ্যারাতে কারাগারের তালপট্টি ওয়ার্ডে। ঘটনাটি যাতে চাপিয়ে রাখা যায় তার জন্য কারা কর্তৃপক্ষ কারা হাসপাতালে ভর্তি করে রেখেছে বন্দি হাজতী আসামীকে।
কারাগার সংশ্লিষ্ট ও কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত আসামী নাম প্রকাশ না করার শর্তে জানান,সোমবার সন্ধ্যারাতে কারাগারের অভ্যন্তরে তালপট্টি ওয়ার্ডে থাকা হাজতী আসামী টমাস মনের দুঃখে ধারালো বেøড দিয়ে নিজের গলায় পোচ দেয়। বিষয়টি কর্তব্যরত কারারক্ষীকে ওই ওয়ার্ডের বন্দি হাজতীরা জানালে জানালে কারাগারে ভিতরে কর্তব্যরত সুবেদার মোক্তার আলী মোড়ল হাজতী টমাসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর কারাগার হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। জখমের ব্যাপারে সুত্রগুলো জানিয়েছেন,দুই দিন পূর্বে হাজতী আসামী টমাসকে সাধারণ ওয়ার্ড থেকে তালপট্টি ওয়ার্ডে দেওয়া হয়েছে। গাঁজা সেবনের অভিযোগে কারাগারে কর্মরত ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী টমাসকে তালপট্টি ওয়ার্ডে দেওয়ায় অভিমান করে সে এ ঘটনা ঘটিয়েছে। হাজতী আসামী টমাস আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এটা তদন্ত করলে বেরিয়ে আসবে এর নেপথ্য। এব্যাপারে ডেপুটি জেলার সৈয়দ হাসান আলীর ব্যক্তিগত মোবাইল ফোনে সাংবাদিক জানতে চাইলে তিনি এ ধরনের খবর শোনেননি। তবে খোঁজ নিয়ে বলতে পারবেন বলে একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন। জেলারের নাম্বারে এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চেয়ে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সূত্রগুলো আরো জানিয়েছেন,উক্ত ডেপুটি জেলার কারাগারের অভ্যন্তরে বন্দি হাজতী আসামীদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে মোটা অংকের উৎকোচ দাবি করে। তার দাবি মেটাতে ব্যর্থ হলে তিনি তাদেরকে সুপারের সামনে হাজির না করে নিজেই অপরাধ চাপিয়ে দিয়ে শাস্তিমূলক বিধান চালু করে। সৈয়দ হাসান আলীর কর্মকান্ডে কারাগারে বন্দি কয়েদী ও হাজতী আসামীরা হতবাক। তারা মনে করেন অত্র কারাগারে সিনিয়র সুপারেনটেনডেন্ট ও জেলার থাকলেও মুল ক্ষমতা কি সৈয়দ হাসান আলীর? ডেপুটি জেলার সৈয়দ হাসান আলীর চাহিদা মেটাতে যারা ব্যর্থ তাদেরকে তিনি শাস্তিমূলক ভাবে,১ থেকে ১৬ সেলে কিংবা দু’ পায়ে দান্ডাবেরীসহ নানা শাস্তিমুরক ব্যবস্থা গ্রহন করে থাকেন। তাই অবিলম্বে ডেপুটি জেলার সৈয়দ হাসান আলীর হাত থেকে মুক্তি পেতে কারাগারে বন্দি আসামীরা সংশ্লিষ্ট কারা মহা পরিদর্শকের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here