যশোর কোতয়ালি মডেল থানা ও ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের হাতে ইয়াবাসহ গ্রেফতার-৫

0
410

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা ও ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় পাঁচ মাদকবহনকারীকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে,শহরের বকচর নয়ন চৌধুরীর বাড়ির পাশে আব্দুল মজিদের ছেলে হাফিজুর রহমান,সদর উপজেলার লেবুতলা দক্ষিণ পাড়ার সাত্তার গাজীর ছেলে সোহেল রানা,শহরের গোড়াপাড়া এসপি’র বাংলোর সামনে শশ দাসের ছেলে শান্ত,চাঁচড়া রেলগেট পশ্চিম পাড়ার মৃত মনিরুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম ও বকচর হুশতলা হাশেম ড্রাইভারের বাড়ির পার্শ্বে শেখ রেজাউলের ছেলে শেখ অনিক ওরফে কানা অনিক।
কোতয়ালি মডেল থানার এসআই দেবাশীষ রায়সহ একদল পুলিশ গতকাল সোমবার ৫ ফেব্রুয়ারী সকাল সোয়া ১০ টায় শহরের মনিহারের সামনে থেকে সন্দেহ জনকভাবে শেখ অনিক ওরফে কানা অনিককে গ্রেফতার করে। এসময় তার সহযোগী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের নান্নু পালিয়ে যায়। গ্রেফতারকৃত অনিকের দখল হতে ২১০পিস ইয়াবা,এএসআই মিজানুর রহমানসহ একদল পুলিশ রোববার দুপুরে শহরের চাঁচড়া রেলটেগের পাশে রাস্তার উপর থেকে রফিকুল ইসলামকে ১০পিস,এসআই বাবুন চন্দ্র বিশ্বাস সকাল পৌনে ১১ টায় শহরের বিমান অফিস মোড় থেকে শান্তকে ৩৫পিস ইয়াবা,এসআই সোবহান শরীফসহ একদল পুলিশ সকাল সাড়ে ১১ টার পর শহরের বকচর র‌্যাব অফিসের কাছ থেকে হাফিজুর রহমানকে ১০পিস এবং ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা রোববার ভোররাত সাড়ে ৪ টায় মাগুরা সড়কের হুদার মোড় থেকে সোহের রানাকে ৩০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here