যশোর কোতয়ালি মডেল থানা থেকে তিন এসআইকে বদলী করা হয়েছে

0
453

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানায় কর্মরত তিন এসআই (নিরস্ত্র)কে বদলীর আদেশ দেওয়া হয়েছে। তাদেরকে জনস্বার্থে বদলী করা হয়েছে বলে জানাগেছে। এরা হচ্ছে,এসআই জসিম উদ্দিন খান ঝিনাইদহ জেলায় ,এসআই শহিদুল ইসলাম ও এসআই আসাদুজ্জামান সাতক্ষীরা জেলায়। বৃহস্পতিবার এসআই জসিম উদ্দিন খান ও এসআই শহিদুল ইসলামকে কোতয়ালি মডেল থানা থেকে সিসি দেওয়া হয়েছে বলে জানাগেছে। যশোর পুলিশ সুপারের কার্যালয় থেকে মঙ্গলবার বদলীর আদেশ প্রাপ্তদের ছাড়পত্র প্রদানের জন্য কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে জানানো হয়। মঙ্গলবার খুলনা রেঞ্জ পুলিশ অফিস থেকে তাদের বদলীর আদেশ যশোর পুলিশ সুপারের কার্যালয় দিয়ে বদলীকৃতদের আগামী ২৮ফেব্রুয়ারীর মধ্যে রিজার্ভ অফিস যশোর কার্যালয়ে হাজির হয়ে ছাড়পত্র গ্রহনের নিদের্শ দেওয়ায় হয়। উক্ত তারিখে ছাড়পত্র গ্রহন না করা হলে ১ মার্চ তাৎক্ষনিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছে বলে গন্য হবে বলে আদেশ বলা হয়েছে। উল্লেখ্য,বদলীকৃতরা কোতয়ালি মডেল থানায় যোগদান করার পর নিরীহ মানুষকে জিম্মি করে তাদের নিকট হতে টাকা দাবী করে রীতিমত ব্যবসা চালিয়ে আসছে বলে পুলিশের সূত্রগুলো দাবি করেছেন। এসআই শহিদুল ইসলাম ইতিপূর্বে কোতয়ালি মডেল থানা থেকে জেলার বিভিন্ন পুলিশ ক্যাম্পে বদলী হলেও মোটা অংকের উৎকোচের বিনিময়ে তার বাতিল করে কোতয়ালি মডেল থানায় বহাল ছিল। তার বিরুদ্ধে কোতয়ালি থানা এলাকায় বহুবিধ অভিযোগ পুলিশের অনেকের অজানা নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here