যশোর শিশু আদ্ব-দ্বীন শিশু হাসপাতালে রক্ত পরীক্ষার নামে গৃহবধূর সম্ভ্রম হরনের চেষ্টা, গ্রেফতার-১

0
445

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার ধর্মতলা আদ্ব-দ্বীন শিশু হাসপাতালের প্যাথলজি বিভাগে গৃহবধূ রুমা খাতুনের শরীরে জোর পূর্বক হাত দেওয়ার অভিযোগে পুলিশ রবিউল ইসলাম নামে এক লম্পট টেকনিশিয়ানকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার নুতন খয়েরতলা এলাকার বাসিন্দা মৃত মজিদুল ইসলামের ছেলে ও ধর্মতলা আদ্ব-দ্বীন শিশু হাসপাতালের প্যাথলজি বিভাগের কর্মচারী। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বর্তমানে যশোরের চৌগাছা উপজেলার থানা পাড়া জাহানারা মঞ্জিল বাড়ির শেখ শাহজাহান আলীর স্ত্রী রুমা খাতুন মঙ্গলবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার ছেলে আরফিন নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ায় তাকে ১৯ ফেব্রুয়ারী উক্ত হাসপাতালে চিকিৎসা করানোর এক পর্যায় ভর্তি করে দেয়। পরের দিন মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় চিকিৎসক উক্ত শিশুর রক্ত পরীক্ষার নির্দেশ দিলে উক্ত হাসপাতালে প্যাথলজি বিভাগে শিশু ছেলে আরফিনকে নিয়ে গৃহবধূ যান। শিশু আরফিন কান্না কাটি করতে পারে তাই তাকে ওই বিভাগের চেয়ারে বসিয়ে দেয়। ওই বিভাগের লম্পট রবিউল ইসলাম গৃহবধূ রুমা খাতুনকে ছেলেকে কোলে নিতে বলে। কোলে নেওয়ার এক পর্যায় রবিউল ইসলাম রক্ত নেওয়ার অজুহাতে গৃহবধূর বুকে হাত দেয়। হাত জোরপূর্বক সরিয়ে দেয়। তার পরও জোরপূর্বক হাত দেওয়ার চেস্টা করলে উক্ত গৃহবধূ হাত সরিয়ে নিয়ে ওই কক্ষ হতে বের হয়ে ওই হাসপাতালে কর্তব্যরত সেবিকাকে জানান। পরবর্তীতে তার স্বামীকে জানিয়ে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করে। থানা পুলিশ এজাহার হিসেবে নথিভূক্ত করার পর লম্পট রবিউল ইসলামকে গ্রেফতার করে। পরে রবিউল ইসলামকে আদালতে সোপর্দ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here