যশোর চৌগাছায় পূজার ১০ হাজার টাকা চাঁদা না দেয়ায় মারপিট ও লুটপাটের ঘটনায় অভিযোগ

0
331

বিশেষ প্রতিনিধি : যশোরের চৌগাছায় কাত্যায়নী পূজায় ১০ হাজার টাকা চাঁদা না দেয়ায় অশোক কুমার সরকার নামে এক টেইলার্স মালিককে মারপিট ও দোকান থেকে নগদ টাকা, আংটি, স্মার্টফোন, গলার চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় টেইলার্স মালিক চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ।
অশোক কুমার সরকার অভিযোগে বলেছেন, চৌগাছা বাজারে তার অশোক ক্লথ স্টোরের মালিক তিনি। বুধবার সকাল ১০টায় চৌগাছার পৌর এলাকার বাবুঘাট রোডের তুষার বিশ্বাস ওরফে ইয়াবা তুষার এবং বিশ্বজিৎ কুন্ডু নামে দুই ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে কাত্যায়নী পূজার চাঁদা হিসেবে ১০ হাজার টাকা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার তুষার বিশ্বজিতের সহযোগিতায় অশোক কুমার সরকারকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে হাতে থাকা একটি আংটি, একটি চেইন, শাওমি নোট-৫ স্মার্ট ফোন এবং দোকানের ক্যাশে থাকা নগদ ২ লাখ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় চৌগাছা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানিয়েছেন, তুষার বিশ্বাস একজন ইয়াবা ব্যবসায়ী। এক রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় কপোতাক্ষ নদের বিশাল একটি অংশ দখল করে নিজের পাকা বিল্ডিং তুলেছেন সে। সেখানে নিয়মিত ইয়াবা ব্যবসা করেন। এছাড়া তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে নানা উৎসব উপলক্ষে চাঁদা দাবিসহ তাদের নানাভাবে হয়রানি করেন। এ বিষয়ে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব সাংবাদিকদের বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিনকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here