কালীগঞ্জে ডাকাতদলের মহড়া, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও প্রবাসীর বাড়িতে ডাকাতি

0
337

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরাপপুর ও কমলাপুর গ্রামে একই রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় আহত হয়েছে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ ৩ জন। এদিকে ডাকাতরা ডাকাতি শেষে গান্না সড়কের সিনহদ বেলতলা মাঠে একটি আখ ক্ষেতে কয়েকটি বোমা, ডাকাতিতে ব্যবহৃত কিছু জিনিস ফেলে রেখে গেছে। সকালে সেগুলো আলামত হিসেবে পুলিশ জব্দ করেছে। শ্রীরামপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি আমজাদ আলীর ছেলে বৌ জান্নাতুল ফেরদৌস জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে তাদের বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত প্রবেশ করে বাড়ির সকলকে জিম্মি করে ডাকাতি শুরু করে। এ সময় বাড়ির মালিক তার শ্বশুরু অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ আলী ও তার স্বামী আজাদ ডাকাতদের ধাওয়া করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। এ সময় ডাকাতরা শ্বশুর আমজাদ আলী, শ্বাশুড়ি মনোয়ারা বেগম তার স্বামী আজাদকে কুপিয়ে জখম করে এবং অন্যদের রড দিয়ে পিটিয়ে আহত করে। ডাকাতদল তাদের বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ জিনিসপত্র নিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে রাত ৩টার দিকে সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে লাল মিয়া নামের এক কুয়েক প্রবাসীর বাড়িতে একদল ডাকাত হামলা করে। এ সময় বাড়ির সকলকে জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, আমজাদ হোসেনের বাড়ীতে ডাকাতির ঘটনা হলেও তেমন কিছু নিতে পারিনি তবে পরিবারের তিনজনকে কুপিয়ে আহত করেছে। এদিকে কমলাপুরের শহিদুলের বাড়ীতে ডাকাতির চেষ্টা কালে পুলিশের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে এ ঘটনায় তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here