যশোর জেনারেল হাসপাতালের সিলিং ফ্যান পড়ে ডাক্তার আহত

0
740

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর জেনারেল হাসপাতালের একটি সিলিং ফ্যান ভেঙে পড়েছে ডাক্তারের তমিজ উদ্দিনের মাথায়। শনিবার বেলা পৌনে ২টার দিকে জেনারেল হাসপাতালের বহির্বিভাগের (অর্থপেডিক্সের) ১২৩ নম্বর কক্ষের সামনে এই ঘটনা ঘটে। সামান্য আহত ডাক্তার তমিজ উদ্দিনকে হাসপাতালের একটি কক্ষে চিকিৎসা দেয়া হয়।
ডাক্তার তমিজ উদ্দিন বলেন, ‘বেলা পৌনে ২টার দিকে তিনি মসজিদে নামাজ পড়ে হাসপাতালে ফিরছিলেন। বহির্বিভাগের ১২৩ নম্বর কক্ষের সামনে পৌঁছালে হঠাৎ করে ওপর থেকে একটি সিলিং ফ্যান ভেঙে পড়ে মাথার ওপর। এতে আমার মাথার বাম পাশ কেটে যায়। পরে হাসপাতালের লোকজন আমাকে ধরে দ্বিতীয় তলায় অপারেশন থিয়েটারের পাশের একটি রুমে নিয়ে যায়।’
খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম কামরুল ইসলাম বেনু, ডাক্তার অজয় কুমার সরকার, ডাক্তার বজলুর রশিদ ও ডাক্তার ওহেদুজ্জামান আজাদ সেখানে ছুটে যান। এসময় সবাই তার খোঁজ-খবর নেন এবং চিকিৎসা দেন।
ডা. তমিজ আরো জানান, তার মাথার চোট খুব বেশি না। সামান্য কেটে গেছে। এখন তিনি বিশ্রামে আছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক কামরুল ইসলাম বেনু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডা. তমিজ এখন সুস্থ আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here