যশোর ঝিকরগাছা কুন্দিপুর মেসার্স হিরা ব্রিকস ভূয়া পরিবেশগত ছাড়পত্র সৃষ্টির খবর ফাঁস হয়ে পড়েছে

0
557

এম আর রকি : পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ে যশোরের সিনিয়র কেমিষ্ট মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে ইট ভাটার পরিবেশগত ছাড়পত্র গ্রহনের খবর ফাঁস হয়ে পড়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামে অবস্থিত মেসার্স হিরা ব্রিকস এর স্বত্বাধিকারী রফিকুল ইসলামের বিরুদ্ধে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক নবায়ণকৃত অবস্থানগত ছাড়পত্র না পেয়ে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে উচ্চ আদালতে রীট করার পর কাগজপত্র পর্যালোচনা করে এ খবর ফাঁস হয়ে পড়ে। ঘটনাটি পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা,সিনিয়র কেমিষ্ট মিজানুর রহমানকে হতবাক করে দিয়েছে।
পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিষ্ট মিজানুর রহমান জানান,তিনি গত ২৭/০৮/২০১৭ সালে অত্র কার্যালয়ে সিনিয়র কেমিষ্ট হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর পর উপ-পরিচালক হিসেবে শেখ মোঃ নাজমুল হুদা গত বছরে যোগদান করেন। এদিকে, যশোরের ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামস্থ মেসার্স হিরা ব্রিকস (জিগজ্যাগ) এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম গত বছর ইটভাটার অনুকূলে পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবস্থান ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন করেন। অবস্থানগত ছাড়পত্রের আবেদন পাওয়ার পর অফিস থেকে সরেজমিনে তদন্ত করে দেখতে পান মেসার্স হিরা ব্রিকস থেকে মাত্র ৫শ’ মিটারের মধ্যে বিদ্যালয় রয়েছে। যা আইন সিদ্ধ নয়। বিধায় হিরা ব্রিকস কর্তৃক অবস্থানগত ছাড়পত্র প্রদানে যশোর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে আবেদন নাকোচ করে দেন। বিষয়টি হিরা ব্রিকসের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ের কর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে রীট আবেদন জানান। হাইকোর্টে রীট আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্রে নকল তুলে পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ের সিনিয়র কেমিষ্ট মিজানুর রহমান ও উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা হতবাক হয়ে পড়েন। মিজানুর রহমান জানান,পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের নকল প্যাড সৃষ্টি করে মেসার্স হিরা ব্রিকস (জিগজ্যাগ) ইটভাটার স্বত্বাধিকারী রফিকুল ইসলাম একটি পরিবেশগত ছাড়পত্র তৈরী করেন। যাতে লেখা রয়েছে আবেদনকারী প্রতিষ্ঠান মেসার্স হিরা ব্রিকস (জিগজ্যাগ),কুন্দিপুর ঝিকরগাছা যশোর (রঘুনাথপুর মৌজায় ২২,১৯০,৯৪,৯৬ ও ১০৭ নং দাগে অবস্থিত) এর কাগজ পর্যালোচনায় প্রতিষ্ঠানটি কমলা- খ শ্রেনীভূক্ত হিসেবে বিবেচিত হয়। খুলনা বিভাগীয় ছাড়পত্র বিষয়ক কমিটির ১৪৫তম সভায় ক এর ৩৬নং সিদ্ধান্ত অনুযায়ী এর অনুকূলে পরিবেশগত ছাড়পত্র প্রদানের সুপারিশ করা হয়। অতঃপর প্রতিষ্ঠানটির কার্যক্রমের বিষয়ে পরিবেশ দূষণ সংক্রান্ত কোনরুপ অভিযোগ না থাকায় ২২টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পরিবেশগত ছাড়পত্র প্রদান করা হলো। এ ছাড়পত্র জেলা কার্যালয়ের গোলসিল সহযোগে জারি করা হলো। এই ছাড়পত্রে সিনিয়র কেমিষ্ট মিজানুর রহমানের স্বাক্ষর রয়েছে। অথচ মিজানুর রহমানের পরিবেশগত ছাড়পত্রে স্বাক্ষরের তারিখ রয়েছে ৩০/০৮/২০১৬ ইং। অথচ সেই সময় সিনিয়র কেমিষ্ট মিজানুর রহমান যশোর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে চাকুরী করেননি এবং যোগদানতো দূরের কথা। কিংবা তিনি যোগদান পর্যন্ত করেননি। তিনি গত ২৭/০৮/২০১৭ সালে অত্র কার্যালয়ে যোগদান করেন। তাহলে মিজানুর রহমানের স্বাক্ষরিত পরিবেশগত ছাড়পত্র প্রদানের সুপারিশ কপি জাল জালিয়াতীর মাধ্যমে সৃষ্টি করে উক্ত হিরা ব্রিকস এর স্বত্বাধিকারী আইন পরিপন্থি কাজ করেছেন। সিনিয়র কেমিষ্ট মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে ভূয়া পরিবেশগত ছাড়পত্র সৃষ্টি করার অভিযোগে হিরা ব্রিকস এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া,সিনিয়র কেমিষ্ট মিজানুর রহমান যশোর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ে যোগদানপত্র দেখলে তা বোঝযাবে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানাগেছে, যশোর,ঝিনাইদহ,নড়াইল ও মাগুরা জেলা নিয়ে যশোর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ও ভূয়া সীল মেরে জালজালিয়াতি পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্র প্রদানের কারবার চলছে। ইতিপূর্বে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা এলাকায় এক চাইনিজ নাগরিকের কার্বন পাউডার তৈরী প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ের সিনিয়র কেমিষ্ট মিজানুর রহমানের স্বাক্ষর ও নাম জালিয়াতি করে পরিবেশগত ছাড়পত্র তৈরী করার খবর ফাঁস হয়ে পড়েন। উক্ত প্রতিষ্ঠানের ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য পরিবেশ অধিদপ্তর ঢাকা প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here