যবিপ্রবির আট ছাত্রলীগ নেতা বহিষ্কারের প্রতিবাদে বিভিন্ন কলেজে বিক্ষোভ পালিত

0
346

বিশেষ প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিনসহ আট ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের প্রতিবাদে ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জেলার বিভিন্ন কলেজে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পুলিশ ও প্রশাসনের বাধায় যবিপ্রবিতে পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি করতে না পারলেও যশোর সরকারি এমএম কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ জেলার বিভিন্ন উপজেলার কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
যশোর সরকারি এমএম কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সহ-সভাপতি আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত তরুণ, রিয়াজ উদ্দিন ও নাহিদুর রহমান নাহিদের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।
সরকারি সিটি কলেজে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কলেজ শাখার সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবাল, সহ-সভাপতি বিল্লাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক হালিম বিশ্বাস। যবিপ্রবির ছাত্রলীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সভাপতি সাহেদ আলী পলাশ ও সাধারণ সম্পাদক ইমরান সিকদার।
জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আরিফুর রহমান সাগর ও সুজন হোসেনের নেতৃত্বে উপশহর ডিগ্রী কলেজে বেলা সাড়ে ১১ টার দিকে বিক্ষোভ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সভাপতি পার্থ সরকার ও সুব্রত বিশ্বাসের নেতৃত্বে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।
যশোর শহরের এই চারটি কলেজ ছাড়াও জেলার মণিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া, চৌগাছা, শার্শা ও ঝিকরগাছার বিভিন্ন কলেজে একই দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here