যশোর ট্রাফিক বিভাগ থেকে সরকার গত এক বছরে সাত কোটির অধিক রাজস্ব আদায়ে সক্ষম হয়েছে

0
499

এম আর রকি : যশোর সদর ট্রাফিক বিভাগের অভিযানে গত বছর ৭ কোটি ৭ লাখ ৭৭ হাজার ১শ’ টাকা রাজস্ব আদায় হয়েছে। এ সময় ৩৮ হাজার ৬শ’ ১৫টি যানবাহন আইনে মামলা রুজু করা হয়।
যশোর সদর ট্রাফিক ইন্সপেক্টর কার্যালয় সূত্রে জানাগেছে,গত বছরের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রাফিক বিভাগে কর্মরত ইন্সপেক্টর,সার্জেন্ট,টিএসআই,এটিএসআই ও কনস্টেবলদের চলমান অভিযানের কারনে ৭ কোটি ৭লাখ ৭৭ হাজার ১শ’ টাকা রাজস্ব আদায় সক্ষম হয়েছে। এ সময়ের মধ্যে পুলিশ সুপার কর্তৃক জরিমানা আদায় হয়েছে ১ কোটি ৯লাখ ৪২লাখ ৮শ’ টাকা আর বিআরটিএর ফান্ডে জমা পড়েছে ৫ কোটি ৬৪লাখ ৩৮ হাজার ২শ’ টাকা। গত বছরে ট্রাফিক দপ্তরে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালনকালে ত্রুটিযুক্ত যানবাহনের বিরুদ্ধে ৩৮হাজার ৬শ’ ১৫টি মামলা রুজু করেছে। এ সময় ৩ হাজার ২শ’ ৬৯টি যানবাহন জব্দ করেছে। অভিযানকালে ১ হাজার ২শ’ ৪৩টি ইজিবাইক জব্দ করে ৩০লাখ ৯৫ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করতে সক্ষম হয়েছে। এছাড়া,অবৈধ ২শ’ ৬০টি নসিমন ,করিমন জব্দ করে ৩লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে। যশোর ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ে বর্তমানে টিআই প্রশাসন হিসেবে সাখাওয়াৎ হোসেন,প্রশান্ত কুমার ঘোষ,আনন্দ চন্দ্র রায়,জিয়াউল ও শুভেন্দু কুমার মুনসী দায়িত্ব পালন করছেন। দিনরাত যানবাহন নিয়ন্ত্রনে এই দপ্তরে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের কঠোর দায়িত্ব পালন করতে দেখা যায়। ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ের কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব পালনের কারনে যশোরে প্রায় শতভাগ মোটর সাইকেল আরোহী হেলমেট ব্যবহার করে। তাছাড়া,মোটর সাইকেল ও বিভিন্ন যানবাহনের মালিকেরা তাদের যানবাহনের কাগজপত্র সঠিক করে রাস্তায় বের হয়। বর্তমানে এই বিভাগের ফলে যশোরে ট্রাফিক ব্যবস্থা সহনীয়র মধ্যে রয়েছে। যশোরের প্রায় ১০/১২টি পয়েন্টে ট্রাফিক পুলিশের পরিদর্শক ও সার্জেন্টগনসহ অন্যান্য কর্মকর্তা,সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here