যশোর ডিবি পুলিশের খোয়া যাওয়া অস্ত্রগুলি ও ম্যাগজিন উদ্ধার

0
372

বিশেষ প্রতিনিধি: যশোরে ডিবি পুলিশের এসআই মুরাদের বাড়ি হতে চুরি যাওয়া সরকারী পিস্তল ও আট রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে অস্ত্রগুলি উদ্ধার হয় বলে জানা গেছে।

যশোর ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেনের পুলিশ লাইন বিমানবন্দর এলাকার এক ভাড়া বাড়ি হতে চোরেরা সরকারি ইস্যুকৃত পিস্তল, গুলি, ম্যাগজিন চুরি হয়ে যাবার পর যশোর কোতয়ালি থানা ও ডিবি পুলিশ পৃথক ভাবে সাড়াশি অভিযান চালায়। পুলিশের অব্যাহত অভিযানের মুখে ওই এলাকার অপরাধীরা শনিবার বিমানবন্দর সড়কের মমতাজ ভিলার সামনে ড্রেনের মধ্যে খোয়া যাওয়া পিস্তল, গুলি ম্যাগজিন ফেলে যায়। গোয়েন্দা পুলিশে (ডিবি) ওসি মনিরুজ্জামান, ও অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাঈমুর রহমান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান বিমানবন্দর সড়কের মমতাজ ভিলার সামনে ড্রেনের মধ্যে একটি পিস্তল পড়ে আছে। সেখানে পুলিশ সদস্যরা হাজির হয়ে পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করে।অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুর রহমান সাংবাদিকদের জানান,গত ১০ অক্টোবর এসআই মুরাদ হোসেনের ভাড়া বাসা থেকে অস্ত্র-ম্যাগজিন-গুলি চুরি হয়েছিল। শনিবার সকালে তার বাসার পাশে ড্রেনের মধ্যে থেকে সেগুলো উদ্ধার হয়েছে।উল্লেখ্য. যশোর ডিবি পুলিশের এসআই মুরাদের নামে ইস্যুকৃত সরকারি অস্ত্রটি গত ৯ সেপ্টেম্বর তার বাসভবনের গ্রিল কেটে দুর্বৃত্ত্বরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। সরকারী মুরাদের নামে ইস্যুকৃত পিস্তল ও ম্যাগজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার হলেও নগদ টাকা এবং স্বর্ণালংকর উদ্ধার সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here