রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন, হত্যা-নিধন দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে পাইকগাছায় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির মানববন্ধন

0
304

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের হত্যা-নিধন ও মানসিক নির্যাতন, ধর্ষন ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির ডাকে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন মেইন সড়কে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ যোগদান করেন। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি আঃ মজিদ গাজীর সভাপতিত্বে ও সম্পাদক আঃ লতিফের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডল । বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, জেলা প্রচার লীগের আহবায়ক শেখ আকবর আলী, এ্যাডঃ সমরেশ মন্ডল, এ্যাডঃ সরকার উইলিয়াম ফোর্ড, মোকাররম উল আজাদ, রবীন্দ্রনাথ মন্ডল, মো: নুর ইসলাম,প্রশান্ত সরকার,আফজাল হোসেন,মৃনাল কান্তি গাইন,শেখ রিমন হোসেন, প্রশান্ত মন্ডল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here