যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রজম্মের ভাবনা পত্রিকার নির্বাহী সম্পাদকের সহধর্মীনিকে সমাহিত করা হয়েছে

0
595

বিশেষ প্রতিনিধি : দৈনিক প্রজম্মের ভাবনা পত্রিকার নির্বাহী সম্পাদক পার্থ প্রতীম দেবনাথ ওরফে রতির সহধর্মীনি প্রিয়াংকা দেবনাথের অকাল মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাছাড়া,কুইন্স হসপিটালে হাতের শিরায় ইনজেকশ দেওয়ার পর জ্বালাপোড়া করার এক পর্যায় মৃত্যু। এই ঘটনা নিয়ে নানা হৈচৈ পড়ে গেছে।
পার্থ প্রতীম দেবনাথ ওরফে রতির পরিবার সূত্রে জানাগেছে, রতির সহধর্মীনি প্রিয়াংকা দেবনাথ সন্তান সম্ভাবা জনিত কারণে বৃহস্পতিবার বিকেলে কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। সেখানে বিকেল গাইনী বিশেষজ্ঞ ডাক্তার জাকির হোসেন প্রিয়াংকার শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যা সন্তান বের করেন। প্রিয়াংকা দেবনাথ কন্যা সন্তান জন্ম দেওয়ার পর সে আস্তে আস্তে সুস্থ্য হয়ে উঠে। অস্ত্রোপচারের পর ডাক্তার জাকির হোসেন রোগীকে গ্যাসের ইনজেকশন হিসেবে অমেপ লিখে দেন। অথচ কুইন্স হসপিটালের সেবিকা জেসমিনকে অমিটিড ইনজেকশন প্রিয়াংকা দেবনাথের শরীরের শিরায় পুশ করেন। ইনজেকশন পুশ করার শুরুতে প্রিয়াংকা দেবনাথ উক্ত সেবিকাকে তার শরীরে জ্বালাপোড়া হচ্ছে তাই ইনজেকশন পুশ করতে নিষেধ করেন। তারপরু সেবিকা ইনজেকশন পুশ করার পর প্রিয়াংকার শরীরে খিচুনী শুরু হয়। ডাক্তার জাকির হোসেন দ্রুত আসার পূর্বে মুর্হুতের মধ্যে প্রিয়াংকা দেবনাথ মৃত্যুর কোলে ঢোলে পড়েন। খোঁজ নিয়ে জানাগেছে, প্রিয়াংকার শরীরে এলার্জিক্যাল সমস্যার কারণে গ্যাসের যে ইনজেকশন পুশ করা হয়েছে তাতে তার শরীরে তৈরী হয়েছে বিষক্রিয়া যার ফলে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। অপর সূত্রগুলো বলেছে,পুশ করা ইনজেকশনের তরণ পদার্থ যথাযথ ঠিক থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। তার কারণ এ ধরনের রোগীর ক্ষেত্রে গ্যাসের ইনজেকশন অস্ত্রোপচারের পর চিকিৎসকগন ব্যবস্থাপত্রে লিখে থাকেন। নবজাতক কন্যা সন্তান রেখে প্রিয়াংকা দেবনাথ পরকালে চলে যাওয়া ওই পরিবারে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বিকেলে যশোর নীলগঞ্জ মহা শ্মশ্বানে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী প্রিয়াংকা দেবনাথের সমাহিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here