মণিরামপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দূর্বাডাঙ্গা ইউনিয়ন চ্যাম্পিয়ন দলের হতে ট্রফি তুলে দেন এমপি স্বপন ভট্টাচার্য্য

0
364

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার বিকালে মণিরামপুর সরকারী (বালক) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর এ খেলায় দুর্বাডাঙ্গা ইউনিয়ন ফুটবল একাদশ, ঝাঁপা ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং রানার আপ হয় ঝাঁপা ইউনিয়ন ফুটবল একাদশ৷ খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হতে ট্রফি তুলে দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, দুর্বাডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবর রহমান, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, প্রকল্প কর্মকর্তা ইয়ারুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরদার, ইনস্ট্রাকটর মকবুল হোসেন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকাররম হোসেন, মণিরামপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা খাতুন প্রমুখ। খেলার ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক আব্দুল আলিম ও সোহাগ হাসান লিপু। খেলা পরিচালনা করেন হুময়ুন কবির এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন বশির আহাম্মেদ, বীরেশ্বর মন্ডল ও হাবিল উদ্দীন। খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here