যশোর নতুন হাট পাবলিক কলেজে চুরির ঘটনায় মামলা

0
494

বিশেষ প্রতিনিধি : ঈদের ছুটির সুযোগে সংঘবদ্ধ চোরেরা সদর উপজেলার নতুন হাট পাবলিক কলেজে প্রবেশ করে চুরি করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ চুরি যাওয়া ল্যাপটপ ও যন্ত্রাংশ উদ্ধার করতে পারেনি।
যশোর শহরের মুজিব সড়কস্থ বাইলেন ষষ্টিতলা পাড়ার বাসিন্দা নতুন হাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদি হয়ে শনিবার কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন। তিনি এজাহারে বলেছেন, গত ২০ আগস্ট থেকে ৩১ আগষ্ট ঈদের ছুটি ছিল। এই ছুটির মধ্যেও কলেজের নাইট গার্ড তেঘরিয়া গ্রামের মৃত জনাব আলী বিশ্বাসের ছেলে আব্দুল মজিদ দায়িত্বে ছিল। গত ২৪ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬ টা হতে রাত সাড়ে ৮ টার মধ্যে সংঘবদ্ধ চোরেরা কলেজের দ্বিতীয়তলা ২০১নং ও একই ভবনের দক্ষিণ পাশে শেখ রাসেল ডিজিটাল ল্যাব নামক কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে দুই কক্ষের মধ্যে থাকা ল্যাপটপসহ ৬ লাখ টাকার মালামাল নিয়ে চলে যায়। ২৪ আগষ্ট রাত সাড়ে ১১ টায় কলেজের ক্লার্ক তেঘরিয়া গ্রামের মেহেদী হাসান অধ্যক্ষকে ফোন করে জানালে ওই রাতে কলেজে এসে দেখেন দোতলা বারান্দার এসএস পাইপ কাটা।শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কক্ষের তালা ভাঙ্গা ভিতরে থাকা ব্যাটারীসহ,ল্যাপটপ মালামাল চুরি হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here