যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কীটনাশক পান করা দু’জনের অপমৃত্যু

0
417

বিশেষ প্রতিনিধি : দুই দিনের ব্যবধানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরা দু’জনে কীটনাশক পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার খাঞ্জুাপুর গ্রামের জাহিদুল ইসলামের কিশোরী মেয়ে ফারহানা (১৫) ও যশোর সদর উপজেলার জিরাট রুপদিয়া গ্রামের গিয়া বিশ্বাসের ছেলে কামাল হোসেন (৩২)। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালি মডেল থানা ও হাসপাতাল সূত্রে জানাগেছে,রোববার ২৬ আগষ্ট সকালে কামাল হোসেন পারিবারিক কলহের এক পর্যায় কীটনাশক পান করে। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষনা করে।অপর দিকে, শনিবার ২৫ আগষ্ট বিকেলে কিশোরী ফারহানা রহস্যজনক কারনে কীটনাশক পান করে। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here