যশোর নার্সিং ইনস্টিটিউট ইনষ্ট্রাক্টর প্রধান সেলিনা ইয়াসমিনের দুর্নীতি,অব্যবস্থাপনা ও অপকর্মের তদন্তে তিন সদস্যের কমিটি মাঠে নামছে

0
1288

বিশেষ প্রতিনিধি : যশোর নার্সিং ইনস্টিটিউটের ইনষ্ট্রাক্টর ইনচার্জ সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতি,অব্যবস্থাপনা,ও অপকর্মের বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে পাঁচ কর্ম দিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত ৩০ জানুয়ারী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) তন্দ্রা শিকদার অফিস আদেশ জারি করেন।
গত ১ জানুয়ারি স্বারক নং ২৫০ শয্যা বিঃ জেঃ হাঃ যশোর/শা-৬/১৮/০২ নং মোতাবেক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের মাধ্যমে নার্সিং ইনস্টিটিউটের ইনষ্ট্রাক্টরবৃন্দ ও ছাত্রীদের দাখিলকৃত নার্সিং ইনস্টিটিউটের ইনষ্ট্রাক্টর ইনচার্জ সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা,ও অপকর্মের বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তন্দ্রা শিকদার বরাবর লিখিল অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগ পাওয়ার পর উক্ত দপ্তর সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হচ্ছেন গঠিত তদন্ত কমিটির সভাপতি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুয়ারা বেগম, সদস্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (পিএম আই এস) সহকারি পরিচালক শিরিন আক্তার, সদস্য সচিব নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রভাষক মুহাম্মদ হারুন অর রশিদ। কমিটিকে আগামি ৫ কর্ম দিবসের মধ্যে কমিটিকে সরেজমিন তদন্ত করে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ রহিম মোড়লের কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি অফিসিয়াল কাজে ঢাকায় আছি। এব্যাপারে আমি কিছু জানি না। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here