যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা বাংলা প্রথম পত্রে ৮৯৫জন অনুপস্থিত

0
407

বিশেষ প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলায় গতকাল বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারী শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষা । গতকাল বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১লাখ ৫৯ হাজার ১শ’ ৭২জন পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ৫৮ হাজার ৫শ’ ৭৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৮৯৫জন অনুপস্থিত ছিলেন। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অত্র বোর্ডের অধীনে ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা প্রথম পত্রে খুলনা বিভাগের ১০ জেলার ২৬৯টি কেন্দ্রে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা কিংবা বহিস্কারের খবর পাওয়া যায়নি। অপরদিকে, অত্র বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম জানিয়েছেন, পরীক্ষা অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে বোর্ডের ৬টি এবং খুলনা বিভাগের ১০ জেলার প্রত্যেক জেলায় জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি করে মোট ১৬টি ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করেছেন। বাংলা প্রথম পত্রে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here