যশোর (নৈশ্য) বালিকা বিদ্যালয়ে বেআইনিভাবে প্রধান শিক্ষককের নামফলক খুলা হয়েছে

0
540

নিজস্ব প্রতিবেদক : যশোর (নৈশ্য) বালিকা বিদ্যালয়ের সাময়িক বরখস্তকৃত প্রধান শিক্ষক শ্রাবণী রাহা সুরের নামফলক সম্পূর্ণ বেআইনিভাবে খুলে ফেলা হয়েছে। তার প্রতিবাদে শ্রাবণী রাহা সুর গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরচন্দ্র মিস্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে শ্রাবণী রাহা সুর উল্লেখ করেছেন, শিক্ষামন্ত্রণালয় থেকে তার স্বপদে যোগদানের আদেশ হওয়ার পর প্রতিষ্ঠানের সাবেক সভাপতি শিক্ষা সচিব, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও তার উপর জারিকৃত যোগদানের আদেশের বিরুদ্ধে ছয় মাসের স্থগিতদেশ দিয়ে আদালতে রীট করেন। বর্তমানে তার বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। তার সাথে স্বয়ং শিক্ষা মন্ত্রণালয় যুক্ত রয়েছে। আইন অনুযায়ী তাকে পূর্ণবেতন ও স্কুলের হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করতে দেওয়া হচ্ছে। বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলমান রয়েছে। অর্থচ গত ২জুলাই তিনি (শ্রাবণী রাহা সুর) স্কুলে যেয়ে দেখতে পান তার কক্ষের সামনে থেকে নামফলক খুলে ফেলা হয়েছে। তিনি (শ্রাবণী রাহা সুর) জানতে চাইলে স্কুলের কেউ জানেন না বলে তাকে জানানো হয়। সুদীর্ঘকাল ধরে রাস্তার দিকে প্রধান শিক্ষকের নামফলকটি লাগানো ছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশে পরিকল্পিতভাবে আইন না মেনে তার নামফলক খুলে ফেলা হয়েছে। অভিযোগে শ্রাবণী রাহা সুর বিষয়টি তদন্ত করে যথাস্থানে পুনরায় নামফলক লাগানোর দাবি করেন। উল্লেখ্য, শ্রাবণী রাহা সুর লিখিত অভিযোগে আরো জানান, চলতি বছরের গত ৪ জুন স্কুলের ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ১৯ এপ্রিল কমিটির নির্বাচন হলেও শিক্ষাবোর্ডে অনুমোদনের জন্য স্কুল কর্তৃপক্ষ কোন কাজগপত্র জামা দেয়নি। বিধি মোতাবেক পুরানো কমিটির আর কোন কার্যক্ষমতা নেই। এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরচন্দ্র মিস্ত্রীর ০১৭২৩৪৪৮৬৩৭ নম্বরে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here