যশোর প্রেস ক্লাব ও সাংবাদিকদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

0
335

নিজস্ব প্রতিবেদক : যশোর প্রেস ক্লাবযশোর প্রেস ক্লাবের সুনাম অক্ষুণ্ন রাখা এবং কয়েকজন সাংবাদিকদের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি পাঠিয়েছেন। এই চিঠির অনুলিপি কয়েকটি সংবাদ মাধ্যমেও পাঠিয়েছেন তারা।

চিঠিতে বলা হয়েছে, যশোর শহরের লোন অফিসপাড়ার মনিন্দ্রনাথ সাহার ছেলে পবিত্র সাহা দীর্ঘদিন থেকে যশোরে কর্মরত কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, ভিত্তিহীন তথ্য উপস্থাপনের মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এমনকি যশোরের সাংবাদিকদের ঐক্যের প্রতীক প্রেস ক্লাবের সুনাম, ঐতিহ্য ও ঐক্য নষ্টের জন্যেও তিনি নানা পদক্ষেপ নিয়েছেন। তিনি তার ফেসবুক আইডি থেকে একের পর এক এসব সাংবাদিক ও যশোর প্রেস ক্লাবকে নিয়ে মনগড়া কাহিনী উপস্থাপন করছেন। পবিত্র সাহা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দফতরে কয়েকজন সাংবাদিককে জামায়াত-শিবির ও বিএনপির রাজনৈতিক কর্মী পরিচয় দিয়েছেন এবং এই সংবাদিকরা ক্লাবটিকে রাজাকার ও ক্যাসিনোর আখড়ায় পরিণত করেছেন বলেও ঢালাও অভিযোগ উত্থাপন করছেন।

চিঠিতে আরও বলা হয়, যাদের বিরুদ্ধে জামায়াত-বিএনপির রাজনীতিতে জড়িত থাকার অভিযোগ আনা হচ্ছে তাদের অধিকাংশই বর্তমানে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এছাড়া প্রেসক্লাবের সদস্যরা এখানে অবসর সময়ে নিয়মিত ক্যারম ও কার্ড খেলে থাকেন। যা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রেসক্লাব যশোরের সম্পাদক আহসান কবীর বলেন, ‘প্রেস ক্লাব যশোরের সাংবাদিকদের ঐক্যের প্রতীক। সেকারণে সাংবাদিকরা এর সুফলও ভোগ করেন। কিন্তু একটি মহল সাংবাদিকদের এই ঐক্যে ফাটল ধরাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। সেকারণে তাদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীসহ কয়েকজন সাংবাদিকের কর্মস্থলে বিভ্রান্তিকর ও মিথ্যাচারে পরিপূর্ণ বিষোদগারমূলক কথাবার্তা সম্বলিত তথ্য পাঠানো হয়েছে। আমরা এই চিঠির মাধ্যমে সেইসব বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছি, যাতে তাদের মিথ্যাচারে কেউ বিভ্রান্ত না হন।’

এ বিষয়ে যশোর পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী পবিত্র সাহা বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর প্রেস ক্লাবের বিরুদ্ধে যে চিঠি পাঠানো হয়েছিল তা আমার পাঠানো নয়। কেউ আমার নাম ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ওই চিঠি পাঠায়। কোনও সাংবাদিকের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও বিরোধ নেই। তবে অনুব্রত সাহা মিঠুন নামে একজন আমার কাছে এসে এসব বিষয়ে কথা বলেছিলেন। কিন্তু আমি তার কাছে কোনও অভিযোগ করিনি।’

স্থানীয় সাংবাদিক অনুব্রত সাহা মিঠুন এ বিষয়ে বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। পবিত্র সাহাকে ডেকে বলুন সই করতে। তার সই দেখলেই বুঝবেন তিনি চিঠি পাঠিয়েছেন কিনা।’