যশোর বসুন্দিয়ায় একাধিক মামলার আসামী আমিনুল কর্তৃক মসজিদে তালা ও গ্রামবাসীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানব বন্ধন

0
324
১৬ সেপ্টেম্বর ২০১৭ বিকাল ৪টায় যশোর সদর বসুন্দিয়া সদুল্যাপুর গ্রামে মসজিদে তালা ও মুসল্লীদের প্রতি নির্যাতনকারী এ্যাডঃ আমিনুল ইসলাম এর বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে বসুন্দিয়া মোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

বিশেষ প্রতিনিধি: যশোর সদর সদুল্যাপুর গ্রামের মৃত মুজিবর রহমানের পুত্র এ্যাডঃ আমিনুর ইসলাম কর্তৃক সদুল্যাপুর মধ্যপাড়া জামে মসজিদের একক ক্ষমতা আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ গ্রামবাসীর সাথে গোলযোগ দুই জন সাংবাদিক সহ গ্রামের প্রবীণদের নামে ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে বসুন্দিয়া মোড় বাস ষ্ট্যান্ড চত্বরে এক বিশাল মানব বন্ধন কর্মসূচী পালন করে। শনিবার বিকেলে মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বসুন্দিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ বাবুল আখতার, সাধারণ সম্পাদক ডাঃ এম,এ গণি খান। ইউনিয়ন যুবলীগ নেতা মহিবুল ইসলাম সাগর খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা নোমান হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবক কাজী আবু বক্কার, মিজানুর রহমান মোল্যা, আবু সাঈদ, হাসেন আলী খান, মতলেব হোসেন খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন যে, এ্যাডঃ আমিনুল ইসলাম এর মৃত পিতার নামে মসজিদের নাম করণ না করায় এবং তাকে প্রতিষ্ঠাতা সভাপতি না করার কারণে সে একের পর এক সহজ সরল গ্রামবাসীর নামে মিথ্যা মামলা ও হামলা করে এবং মুসল্লীদের গায়ে থুথু দেওয়া সহ মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেওয়া, মসজিদে তালা দিয়ে দুইদিন মুসল্লীদের মসজিদে নামাজ আদায় করতে না দেওয়া। এসকল জগন্য ঘৃণিত ও বির্তকিত ঘটনা ঘটিয়ে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করে আইন শৃঙ্খলার বিঘœ ঘটাচ্ছে যা সমাজ তথা রাষ্ট্রী আইনের পরিপন্থি। গ্রামবাসীর দেওয়া মামলার ওয়ারেন্টকৃত আসামী আমিনুল ইসলামকে পুলিশ প্রশাসন অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির জোর দাবী জানাচ্ছে। অন্যথায় সমগ্র বসুন্দিয়া ইউনিয়ন বাসী দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here