যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা

0
430

নিজস্ব প্রতিবেদক : গতকাল বিকেল ৫.০০টায় যশোরের নীলরতন ধর রোড, চার খাম্বাস্থ যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তসদিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইকবার কবির জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. প্রফেসর মুস্তাফিজুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ সুলতান আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, যশোর জেলা পূজা উদযাপন পরিষদ নেতা যোগেশ দত্ত, বিশিষ্ট শিক্ষানুরাগী শহিদুল হক বাদল, এ্যাড. হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া অভিভাবকবৃন্দ, শুভানুধ্যায়ী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্রীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় চলতি বছরে এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের উত্তীর্ণ ছাত্রীদেরকে অতিথিবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি ইকবাল কবির জাহিদ এই স্কুল প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, কর্মজীবীদের পড়াশুনোর সুবিধার্থে ১৯৮৫ সালে যশোর নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। কালক্রমে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের কারণে ২০১১ সালে বিদ্যালয়টিকে বালিকা মাধ্যমিক বিদ্যালয় দিবা শাখায় রূপান্তর করা হয়। তিনি বলেন, যশোর শহরের শুভানুধ্যায়ীদের সহযোগিতা নিয়ে তিল তিল করে এই স্কুলটিকে গড়ে তোলা হয়েছে। গরীব ছাত্রীদের আর্থিক বিষয়টি বিবেচনা করে এই স্কুলে তুলনামুলকভাবে ছাত্রীদের নিকট থেকে অনেক কম বেতন নেওয়া হয়। তিনি স্কুল পরিচালনায় উপস্থিত অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে এবং শিক্ষকদের আরও তৎপর হতে আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here