যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

0
1156

জাহিদুল কবীর মিল্টন : যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। একই সাথে তিনি জামাত-বিএনপির লোকদেরকে শিক্ষক কর্মচারি হিসেবে অবৈধ ভাবে নিয়োগ দিয়ে স্বাধীণতার পক্ষের শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. মো. আনোয়ার হোসেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিেিসবে ’১৭ সালের ১৯ মে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি জামাত-বিএনপির লোকদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে অবৈধ ভাবে নিয়োগ দিয়েছেন। নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। নিযোগের ক্ষেত্রে প্রফেসের ড. আনোয়ার হোসেন রিজেন্ট বোর্ড অনুমোদিত শিক্ষক নিয়োগ (সরাসরি ও আপগ্রেডেশন) নীতিমালা অনুসরন করেননি। স্বেচ্ছাচারি ভাবে তিনি একক সিদ্ধান্তে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিয়োগ বোর্ডে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর তফসিলের প্রথম সংবিধির ৬(১)(খ) ও ৬(১)(গ) অনুযায়ি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক পাঁচজন সদস্য নিয়োগ থাকে। ভাইস চ্যান্সেলর ড. আনোয়ার হোসেন রাষ্ট্রপতির নিয়োগকৃত পাঁচজন সদস্য ব্যতিরেকে তার নিজের পছন্দের দুইজন সদস্য দিয়ে ওই বিভাগে শিক্ষক নিযোগ দেয়। যা বিশ্ববিদ্যালয় আইন পরিপন্থি।
সূত্রটি বলেছে,ভাইস চ্যান্সেলর ড. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের কোন আ্ইন মানেন না। বিশ্ববিদ্যালয় আইনে আছে প্রত্যেক বিভাগ প্লানিং কমিটির মাধ্যমে নিয়োগ প্রার্থী বাছাই করে প্রদানের সুপারিশ করবে। কিন্তু ভিসি ড. আনোয়ার হোসেন প্লানিং কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে মোটা অংকের টাকার বিনিময়ে বিএনপি-জামাতের অযোগ্য লোকদের ভাইবা কার্ড দিয়ে নিয়োগ দেয়।
ফার্মেসি বিভাগের শিক্ষক ড. কিশোর কুমার মজুমদার প্রাইভেট বিশ্ববিদ্যালয় (টঝঞঈ) থেকে পাশ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকুরি করেন। বিশ্ববিদ্যলয় নিয়মানুযায়ি সরকারি/স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয/ বা প্রতিষ্ঠানে কমপক্ষে ৭ বছর চাকুরি না করলে সহযোগী অধ্যাপক হতে পারবেন না। এই আইন অমান্য করে ভিসি ড. আনোয়ার হোসেন কিশোর কুমারকে সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগের জন্য ’১৭ সালের ১৭ ডিসেম্বর বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ি ওই বিভাগে তিনজন প্রার্থী আবেদন করেন। প্লানিং কমিটি আবেদন যাচাই বাছাই করে একজন প্রার্থীকে ভাইবা কার্ড প্রদানের সুপারিশ করে। কিন্তু ভিসি ড. আনোয়ার হোসেন প্লানিং কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করেআরাফাত রহমান নামে শিবিরের এক ক্যাডাকে ভাইবা কার্ড প্রদান করে। বর্তমানে আরাফাত রহমান মালয়েশিয়া অবস্থান করছে। একই সাথে ভাইবা কার্ড দিয়েছে সৈয়দ গালিব হাসান নামে আরো একজনকে। ইতিপূর্বে এই গালিব হাসান গোপালগজ্ঞ বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে টিকে গেলে শিবির করার কারণে সেখান থেকে তাকে বাদ দেয়া হয়। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ি কমপক্ষে ৭ বছর সরকারি/ স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে শিক্ষকতা / গবেষনার অভিজ্ঞতা থাকতে হবে এবং পূর্বে চাকুরিরত প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে। ভিসি ড. আনোয়ার হোসেন যে আরাফাত রহমানকে প্লানিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ি ভাইবা কার্ড দিয়েছে তার শিক্ষকতার অভিজ্ঞতা রযেছে মাত্র ৩ বছর ৪ মাস। একই বিভাগেনিয়োগ বোর্ডের কার্যক্রম সম্পন্ন না করে পরবর্তীতে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। সেখানে পটুয়াখালি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জামাত-বিএপির সাথে যুক্ত একজন প্রার্থী আবেদন করে। প্লানিং কমিটির সিদ্ধান্তের আগেই ভিসি ড. আনোয়ার হোসেন স্বপ্রনোদিত হয়ে ভাইবা কার্ড দিয়েছে এবং চলতি বছরের ৩০ জুন নিয়োগ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। অথচ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী ৯ বছর চাকুরি করার পর তাকে ভাইবা কার্ড দেয়া হয়। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই প্রার্থী বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আলম হোসেন। এভাবে ভিসি ড. আনোয়ার হোসেন স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বর্তমান সরকারের সময়ে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগ্য প্রার্থী থাকা স্বর্তেও ভিসি ড. আনোয়ার হোসেন তার ব্যক্তিগত অযোগ্য ফিজিওথ্যারাপিষ্ট ও চালক নিয়োগ দিয়েছেন। টেন্ডার ছাড়াই ভিসি অফিস ডেকোরেশন বাবদ ৫৫ লাখ টাকা খরচ করেছেন। গত ভর্তি পরীক্ষায় ৩ কোটি ২ লাখ টাকা আয়ের কোন হিসাব নেই। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভিসি ড. আনোয়ার হোসেন ১ কোটি টাকার উপরে খরচ করেছেন কিন্তু তার কোন হিসাব নেই। শুধু বলেন বিশ্ববিদ্যালয়ের বাজেটে ঘাটতি। অথচ সমাবর্তনে শিক্ষক ও গ্রাজুয়েটদের সকল খাবার ও উপহারের খরচ দিয়েছেন এমপি কাজি নাবিল হোসেন। প্যান্ডেলের খরচ বহন করেছে অন্য একটি প্রতিষ্ঠান। ভিসির বাংলোতে বসবাসের কোন অর্থ পরিশোধ করেন না। বিসি ড. আনোয়ার হোসেনের পিএস কামরুল বিএনপির রাজনীতির সাথে জড়িত। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুকে কটুক্তি করায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ স্বারক লিপি পেষ করে বিচার দাবি করে। কিন্তু ভিসি ড. আনোয়ার হোসেন কারুলের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। ৭ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠানে এনএসআইয়ের রিপোর্ট অনুযায়ি কামরুলকে ক্যাম্পাসে না থাকার জন্য নির্দেশ দেয়া হয়। ভিসি আনোয়ার হোসেন পছন্দেরে প্রার্থীকে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দেয়ার জন্য কখনও কখনও লিখিত পরীক্ষা নেয় না। শুধু মৌখিক পরীক্ষা নেয়। সহকারি রেজিষ্টার জামায়াত পন্থি এমদাদুল হকে শাহাজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে শিবিরের ক্যাডার ছিলেন। বর্তমানে তাকে ডেপুটি রেজিষ্টার হিসেবে পদায়ন করার জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কিন্তু তার আগেই তাকে ডেপুটি রেজিষ্টার হিসেবে নিয়োগ দেয়্ াহয়েছে। পূর্বের ভিসি থাকাকালে এমদাদুল হকের বিরুদ্ধে ৭০ লাখ টাকা র্দুনীতি অভিযোগ উঠে। পত্র পত্রিকায়ও রিপোর্ট প্রকাশিত হয়। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে বরং পদোন্নতি দিয়ে পুরষ্কৃত করা হচ্ছে। প্রশাসনিক পদে না থাকা স্বর্তেও অনেক সিনিয়র শিক্ষককে পাশ কাটিয়ে ভিসি ড. আনোয়ার হোসেন তার ছাত্র ইকবাল কবির জাহিদকে মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান,ডীন, প্রভোস্টসহ বিভিন্ন সময়ে গঠিত কমিটির প্রধান করা হয়। প্রভোষ্ট ইকবাল কবির জাহিদ সপ্তাহে দুদিন অফিস করেন। প্রতিনিয়ত জাহিদ অফিসিয়ালি ট্রিপ দেখিয়ে ঢাকায় তার পরিবারের সাথে থাকে। প্রভোষ্ট জাহিদ বহিরাগত সন্ত্রসী দিয়ে বিশ্ববিদ্যালয়ের হলের সাধারন ছাত্রদের ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা পয়সাসহ নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র লুট করান বলেও অভিযোগ রয়েছে। আর এসব করেন ভিসি ড. আনোয়ার হোসেনের নির্দেশে। আবার লুটপাটকারিদের নিরাপদে হলত্যাগে সাহায্য করে প্রভোষ্ট জাহিদ। প্রভোষ্ট জাহিদ ছাড়াও মাইক্রেবাযোলজি বিভাগের সহকারি অধ্যাপক ভিসি ড. আনোয়ার হোসেনের ছাত্রী ড. সেলিনাকে শেখ হাসিনা হলের প্রভোষ্ট ও ঈঝওজখ এ সহকারি পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারি অধ্যাপক ড. মাহাফুজুর রহমানকে নিয়মবহিভূত ভাবে সহযোগি অধ্যাপক হিসেবে নিয়োগদেয়ার জন্য সোমবার নিয়োগ বোর্ডের মিটিং ডাকা হয়েছে। প্রভাষক হিসেবে নিয়োগ পেয়ে মাহাফুজুর রহমান ছুটি নিয়ে জাপান ডান পিএইচডি ডিগ্রি নিতে। পিএইচডি ডিগ্রি নিয়ে এসে নিয়মবর্হিভূত ভাবে মাহাফুজুর রহমানকে সহকারি অধ্যাপক হিসেবে পদন্নতি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আপগ্রেডেশন নীতিমালা অনুযায়ি কোন শিক্ষক উচ্চতর ডিগ্রি লাভের জন্য ছুটি ভোগ শেষে স্বপদে পুনযোগদান করলে ওই ছুটির সময়কাল সক্রিয় চাকুরিকাল হিসেবে গননা করা হবে না। একই সাথে আপগ্রেডেশনের ক্ষেত্রেও বিবেচনা করা হবে না। কিন্তু তাকে প্রভাষক থেকে সহকারি অধ্যাপক হিসেবে পদন্নতি দেয়া হয়। অথচ মাহাফুজুর রহমানের চাকুরি মেয়াদ ৩ বছর ৬ মাস। যা আপগ্রেডেশন নীতিমালার পরিপন্থি। এখন আবার তাকে সহকারি অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে পদন্নতি দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালযের ঢাকার রেষ্ট হাউজ প্রতিমাসে ৮০ হাজার টাকা ভাড়া দেয়া হয়। রেষ্ট হাউজের কুকম্যানকে ভিসি তার ডাকার বাসার কাজে ব্যবহার করেন। ফলে ফলে রেষ্ট হাউজে আগত শিক্ষক কর্মকর্তারা কুকম্যান না পেয়ে চরম হয়রানির শিকার হন বলেও অভিযোগে বলা হয়েছে। অভিযোগে আরো বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে বিএনপি জামাত পন্থিদের ড. আনোয়ার হোসেন প্রশাসনিক পদে দায়িত্ব দিতে পছন্দ করেন। রোববার (২৪ জুন) ভিসি আনোয়ার হোসেন ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ইঞ্জিনিযার সাকিব ও তহিদকে ডেকে নিয়ে বলেন সাকিবে আমি সহকারি প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করবো। আর তহিদকে পদায়ন করা হবে না। এসময় সেখানে অনেক শিক্ষক উপস্থিত ছিলেন। নিয়োগের আগে ভিসি ড. আনোয়ার হোসেন প্রার্থীদের ডেকে নিয়ে কি ভাবে এধরনের কথা বলেন এনিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। আগামি ২৮ জুন নির্বাহী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবিষয়ে জানতে চেয়ে ভিসি ড. আনোয়ার হোসেনের ০১৭০৯৮১৮১০১ নম্বরে মোবাইলে করলে তিনি মোবাইল রিসিভ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here