যশোর শহরের বকচর চৌধুরী পাড়ায় চাঞ্চল্যকর দু’টি মামলায় ঘটনার প্রত্যক্ষ স্বামীর স্বেচ্ছায় আদালতে জবানবন্দি প্রদান গ্রেফতারকৃত দু’জনকে রিমান্ডের আবেদন

0
352

বিশেষ প্রতিনিধি : শহরের বকচর চৌধুরী পাড়ার ডাক্তার মাহবুক এর বাড়িতে এক যুবক ও যুবতীকে অবৈধভাবে আটকে রেখে মুক্তিপণ লাখ টাকা দাবি এবং যুবতীকে ধর্ষনের অভিযোগে দায়েরকরা দু’টি মামলায় গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, অপহরণ পূর্বক আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় উক্ত বাড়ির ভাড়াটিয়া সালমা খাতুন ও তার স্বামী সাইফুল ইসলাম শুক্রবার বিকেলে যশোর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইনের আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। সাইফুল ইসলাম যশোরের মণিরামপুর উপজেলার মোল্যাদিয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে ও সালমা সাইফুল ইসলামের স্ত্রী। তারা শহরের বকচর চৌধুরী পাড়ার ডাক্তার মাহবুব এর বাড়ির ভাড়াটিয়া। উক্ত বাড়ির ভাড়াটিয়া মৃত সৈয়দ আসাদুজ্জামানের ছেলে ও বকচর চৌধুরী পাড়র সৈয়দ আকরাম হোসেনের বড় জামায় সৈয়দ করিমুজ্জামান ওরফে করিম ও শহরের বকচর মসজিদ পাড়ার আশরাফ হোসেনের ছেলে জাকির হোসেন জুম্মানসহ একদল চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে ডিবি পুলিশ পরিচয় যুবক সবুজকে অপহরণ পূর্বক মুক্তিপণ ১লাখ টাকা চাঁদাদাবি করে। করিম যুবতীকে একাধিক ধর্ষন করে উক্ত বাড়ির দু’টি কক্ষের মধ্যে নিয়ে। যুবতী ও যুবক সবুজের ভাইয়ের দায়েরকরা দু’টি মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তাদ্বয় গ্রেফতারকৃত দু’জনকে তাদের মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছেন।#