যশোরে যুবলীগ নেতা লিটন হত্যা মামলার আসামী যুবলীগ নেতা কালা সাইদ গ্রেফতার

0
320

বিশেষ প্রতিনিধি : যুবলীগ নেতা আরাফাত মুনাফ ওরফে লিটন (৪৫) হত্যাকান্ডের সাথে জড়িত এক আসামীর জবানবন্দি মোতাবেক যুবলীগ নেতা এসএম ইউসুফ সাইদ ওরফে কালা সাইদকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশ। সে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ এসএম আজাদের ছেলে। বৃহস্পতিবার রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ সাবেক সংসদ সদস্য রাজুর মোড় থেকে সাইদকে গ্রেফতার করে সিআইডি পুলিশের পুলিশ পরিদর্শক হারুণ অর রশীদসহ একদল পুলিশ।
সিআইডি পুলিশের পরিদর্শক হারুন অর রশিদ জানান, আটক এসএম ইউসুফ সাইদ ওরফে কালা সাইদ কোতয়ালি মডেল থানার মামলা নং ৯২ তারিখ ২২/০৬/১৮ইং আরাফাত মুনাফ ওরফে লিটন হত্যা মামলার আসামী। গত ২০১৮ সালের ২২ ডিসেম্বর রাত ৯ টায় ঘোপ সেন্ট্রাল রোডস্থ যুবলীগের আঞ্চলিক অফিসে যুবলীগ নেতা আরাফাত মুনাফ লিটন বলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিল। রাত ১০ টায় একদল সন্ত্রাসী লিটনের উপর আক্রমণ পূর্বক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে চলে যায়। ওই রাতে লিটনকে যশোর জেনারেল হাসপাতালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার অবস্থা খারাপ হওয়ায় পুনরায় ২৩ জুন যশোর জেনারেল হাসপাতালে আনা হলে ভোর ৬ টায় লিটন মারা যায়। উক্ত মামলায় ঘোপ সেন্ট্রাল রোডের আলমগীর হোসেনের ছেলে রেজওয়ান গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করলে সে স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে জানায়,সুজনের পিতা আক্তারকে আরাফাত হোসেন মুনাফ ওরফে লিটন বলে ছেলে অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ায়। এই বলে আক্তারকে ধাক্কা মারে। এ ঘটনায় সুজনসহ তারা এসএম ইউসুফ সাইদ ওরফে কালা সাইদের কাছে গেলে সে তাদেরকে বলে লিটনকে হত্যা করতে হবে। অপরদিকে, আটক সাইদের পরিবারের লোকজন বলেছেন, রেজওয়ান আদালতে জবানবন্দি প্রদানের পর পুনরায় আদালতে জবানবন্দি প্রদান করে প্রত্যাহারের আবেদন জানায়। শুক্রবার দুপুরে এসএম ইউসুফ সাইদ ওরফে কালা সাইদকে আদালতে সোপর্দ করে মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হারুণ অর রশিদ।#