যশোর সদরের নিশ্চিন্তপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেফতার

0
241

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার নিশ্চিতপুর গ্রামে গৃহবধূ রিতু (২২) এর বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুর ঘটনায় তার স্বামী মামুনকে গ্রেফতার করে শুক্রবার ১২ জুন আদালতে সোপর্দ করা হয়েছে। মামুনকে প্রাথমিক পর্যায় ৫৪ কার্য্য বিধি আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। মামুন ওই গ্রামের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রহমান ওরফে আব্দুলের ছেলে। সদর উপজেলার কেসমত গ্রামের ওহাব আলীর মেয়ে রিতুর সাথে তার বিয়ে হওয়ার পর সংসারে কলহ সৃষ্টি হতো প্রায় সময়। ৩ মাস পূর্বে রিতুরকে কলহের কারনে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ১০ জুন রিতুর পিতার বাড়ির লোকজন রিতুকে স্বামী মামুনের বাড়িতে রেখে যায়। ১১ জুন সন্ধ্যায় রিতুর মৃত্যু হলে তার পিতার পরিবারের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলা নং ১২২ তারিখ ১১/০৬/২০ ইং। উক্ত মৃত্যুর ঘটনায় সন্দেহের সৃষ্টি হলে রিতুর লাশ উদ্ধার পূর্বক পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে। মামুনকে গ্রেফতার পূর্বক শুক্রবার আদালতে ৫৪ কার্য্য বিধি আইনে সোপর্দ করে।#