যশোর শহরের সিটি কলেজের ডোবা থেকে ট্রাভেল ব্যাগের মধ্যে অর্ধগলিত নারীর গলাকাটা লাশ উদ্ধার

0
602

গত এক সপ্তাহে বিএনপি কর্মী,গৃহবধূ যুবকসহ বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিবেদক : ডোবার মধ্যে ফেলে রাখা ট্রাভেল ব্যাগের মধ্যে থাকা অর্ধগলিত এক নারীর অর্ধউলঙ্গ মরদেহ উদ্ধার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে যশোর সিটি কলেজের মধ্যে একটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পুলিশ জানাতে পারেনি। বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মরদেহের ময়না তদন্ত শেষে বিকেলে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্ত করা হলে লাশের কবর কবর দেয়া হয়।
কোতয়ালি থানার এসআই আছাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার রাত থেকে শহরের সিটি কলেজ এলাকায় দুর্গন্ধ বের হতে থাকে। এরপ স্থানীয় লোকজন খোঁজ খবর নিয়ে দেখেন সিটি কলেজের ভেতর ঢুকতে বা পাশের একটি ডোবায় একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ পড়ে আছে। ওই ব্যাগ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে কোতয়ালি পুলিশে সংবাদ দেয়। পুলিশ সংবাদ পেয়ে সেখানে যান ও ব্যাগ ডোবা থেকে উঠিয়ে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পান। উদ্ধারকৃত লাশের চেহারা চেনার কোন উপায় ছিলনা। তবে তার বয়স ২৪ থেকে ২৮ বছরের মধ্যে হবে। পুলিশ আরো জানায়,লাশের পরনে একটি গোলাপী রং এর সায়া এবং সাদা রং এর একটি ব্রা ছিল। পুলিশের ধারনা ৩/৪ দিন হবে মরদেহটি ব্যাগের মধ্যে পুরে ডোবার পানিতে ফেলে রাখা হয়েছে। মরদেহ পচে যাওয়ায় দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। পুলিশ আরো জানান, ওই এলাকার স্থানীয় লোকজন মরদেহ দেখে চিনতে পারেনি। তাছাড়া,আরো ধারনা হয়েছে উক্ত মরদেহ বাইরে থেকে বহন করে ট্রাভেল ব্যাগের মধ্যে ঢুকিয়ে সুযোগ বুঝে কোন হত্যা মিশনের সদস্যরা উক্ত স্থানে ফেলে দিয়েছে। লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ পূর্বক সম্পন্ন করা হয়েছে। যশোর কোতয়ালী থানার ওসি অপূর্ব হাসান সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পলিথিনবন্দি মানুষের মরদেহ দেখতে পায় পুলিশ। ওই নারীকে খুন করে হাত-পা বেঁধে পলিথিনবন্দি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে হতভাগ্য নারীকে কলেজ ক্যাম্পাসে রেখে গেছে দুর্বৃত্তরা। সেই কারণে মরদেহ থেকে দুর্গন্ধ ছুটছে। তবে কী কারণে এই হত্যাকা-, আর এর সঙ্গে কারা জড়িত, তা পুলিশ এখনো জানতে পারেনি । ময়না তদন্ত সম্পন্নর পর অর্ধ গলিত লাশ দ্রুত আঞ্জুমান মফিদুল ইসলামের হাতে হস্তান্তর করা হয়। বিকেলে লাশটি দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি সাধারণ ডাইরী ভূক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৬ আগস্ট শহরের শংকরপুর এলাকা থেকে বিএনপি কর্মী মশিয়ারের (৪০) লাশ উদ্ধার করা হয়। মশিয়ারকে ওই এলাকার এক জনপ্রতিনিধির ছেলের নেতৃত্বে ছুরি মেরে ও গুলি করে প্রকাশ্যে হত্যা করা হয়। এর আগে ২৪ আগস্ট শহরতলীর কিসমত নওয়াপাড়া রজনীগন্ধা তেলপাম্পের পিছনের হাইওয়ে মডেল টাউনের একটি বাড়ি থেকে কল্পনা বেগম (৩৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। পরকীয়া প্রেমের জের ধরে তাকে শ্বাসরোধ ও আঘাত করে হত্যা করা হয়। এর আগে ১১ আগস্ট সদর উপজেলার নুরপুর গ্রাম থেকে একতা ক্লিনিকের কর্মচারি দায়নুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এছাড়া শহরতলীর খয়েরতলা রেল বস্তি থেকে সজিব নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এসব হত্যাকান্ডের দুএকটি বাদে কোনটিরই প্রকৃত কারণ পুলিশ উদঘাটন করতে পারেনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here