যশোর শহরে দুটি ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা

0
911

বিশেষ প্রতিনিধি : যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ওষুধের দোকান মালিককে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ জামসেদুল আলম বৃহস্পতিবার বিকেলে শহরের বঙ্গবাজারের বিশ্বাস ড্রাগ হাউজ ও সাহা ফার্মেসীতে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, অভিযানকালে দেখা যায় বিশ্বাস ড্রাগ হাউজে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছে। বিক্রি নিষিদ্ধ স্যাম্পলও বিক্রি করা হচ্ছে। এ অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব বিশ্বাসকে ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্টের ১৮ (ক) ধারায় দেড় হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এর পর পাশ্ববর্তী সাহা ফার্মেসীতেও একই অপরাধের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ জামসেদুল আলম প্রতিষ্ঠানটির মালিক কামিনী সাহাকে একই আইনের একই ধারায় দুই হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here