সংলাপ: কামাল বললেন, ভালো; সন্তুষ্ট নন ফখরুল

0
465

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বহুল আলোচিত সংলাপের দুই রকম বক্তব্য এসেছে জাতীয় ঐক্যফ্রন্টের দুই নেতা কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে।

গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাড়ে ৩ ঘণ্টার সংলাপে আলোচনা ‘ফলপ্রসূ’ হওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন ফ্রন্টের মূল উদ্যোক্তা কামাল হোসেন।

রাতে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের জিজ্ঞাসায় তিনি বলেন, “ভালো আলোচনা হয়েছে।”

আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে কি আপনি মনে করেন- জবাবে তিনি বলেন, “ফলপ্রসূ হবে।”

অন্যদিকে জোটের সবচেয়ে বড় দল বিএনপির মহাসচিব ফখরুল গণভবন থেকে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা (আলোচনায়) সন্তুষ্ট নই।”

গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় ঐক্যফ্রন্টের আর কোনো নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।

কামাল হোসেনের বেইলি রোডের বাড়িতে ইতোমধ্যে সাংবাদিকরা অপেক্ষা করছেন। সেখানে সংলাপ নিয়ে তার প্রতিক্রিয়া পাওয়ার আশা করছেন তারা।

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনে সাংবাদিকদের বলেছেন, “খোলামেলা আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী অখণ্ড মনোযোগ দিয়ে সবার কথা শুনেছেন। একটুও অধৈর্য হননি।”

গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের জিজ্ঞাসায় আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, “বরফ গলতে শুরু করেছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here