যশোর শহর থেকে কার্ভাডভ্যান বহনকারী চারশ’ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-২

0
373

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার সকালে শহরের রেলরোডস্থ রাসেল চত্বরের কাছ থেকে ফেনসিডিল বহনকারী একটি কার্ভাড জব্দ করেছে পুলিশ। এ সময় কাভার্ড ভানের চালক হাবিব সোহান ও হেলপার শাওন হোসেন গ্রেফতার করেছে। এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
যশোর সদর পলিশ ফাঁড়ির এটিএসআই ভোলানাথ দাস জানান,মঙ্গলবার ২৫ জুন সকাল সাড়ে ৬ টায় গোপন সূত্রে খবর পান শহরের চাঁচড়া এলাকা থেকে একটি কার্ভাডভ্যানে ফেনসিডিল নিয়ে শহরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ৭ টায় শহরের রেলরোডস্থ রাসেল চত্বরের কাছে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সামনে শহরগামী (ঢাকা মেট্টো ট-১৮-২৫৩৯) একটি কার্ভাডভ্যান থামার সংকেত দেয়। কার্ভাড ভ্যানের মধ্যে থাকা একজন দ্রুত লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় কার্ভাড ভ্যানের চালক সিলেট জেলার বিমানবন্দর থানার পশ্চিম পীর মহল্লার আব্দুল হান্নানের ছেলে হাবিব সোহান ও হেলপার বেনাপোল দিঘীরপাড় ইসমাইল হোসেনের ছেলে শাওনকে গ্রেফতার করে। পরে তাদের দু’জনের দেখানের মতে কার্ভাড ভ্যানের চালকের পিছনে কেবিনের রাখা দুই বস্তায় ফেনসিডিল উদ্ধার করে। বস্তায় থাকা ফেনসিডিল গণনাকালে ৩শ’ ৯১পিস ফেনসিডিল জব্দ করে। এসময় কার্ভাড ভ্যান থেকে পালিয়ে যাওয়া যুবকের নাম বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত আমড়াখালী গ্রামের রাজ্জাকের ছেলে আলাউদ্দিন বলে চালক হাবিব সোহান পুলিশকে জানিয়েছেন।পরে কার্ভাড ভ্যান,ফেনসিডিল ও গ্রেফতারকৃতদের কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। কোতয়ালি মডেল থানার এসআই মাহাবুব আলম মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব পেয়ে গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here