যশোর শিল্পকলার প্রহসনের নির্বাচন হওয়া নিয়ে দোলাচলে দু’প্যানেল

0
361

জেলা প্রশাসকের দিকে তাকিয়ে রয়েছে ৪ শ’ সদস্য

বিশেষ প্রতিনিধি : জগদ্দল পাথর হয়ে থাকা অসাধু চক্রের অপতৎপরতার শিকার যশোর শিল্পকলার ৪শ’ সদস্য জেলা প্রশাসকের দিকে তাকিয়ে আছেন। স্বল্প প্রচারিত পত্রিকায় চাঁদা পরিশোধের বিজ্ঞপ্তি দিয়ে সদস্যপদ বিলুপ্ত করে প্রহসণের নিবার্চন বাতিলের দাবি জানিয়েছেন ভোটাধিকার হারানো ৪শ’ সদস্যরা । যশোরের অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল লোকজন, শহরের অনেক গুনী শিল্পী সাহিত্যিক সংগঠক ও অনেক সাংস্কৃতি ব্যক্তিত্ব সদস্য থেকে বাদ পড়ায় সিনিয়র ৫ আইনজীবীর মাধ্যমে যে কোন সময় মামলা মোকদ্দমায় যাচ্ছে তারা। নজরুল ও মুক্তিযুদ্ধের চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের পক্ষে মামলার প্রস্তুতি সম্পন্ন হওয়ায় নির্বাচন নিরাশার দোলাচলে পড়েছে দুটি প্যানেল।
যশোর জেলা শিল্পকলা একাডেমীর বিগত কমিটির স্বার্থান্বেসী কয়েকজন শিল্প চর্চার সাথে ঘনিষ্ট লোকজনদের আড়াল করার চেষ্টা করেছেন। শিল্পকলা একাডেমীর সভাপতি জেলা প্রশাসক ও জেলা কালচালার অফিসারকে ভুল বুঝিয়ে ক্ষমতার অপব্যবহার করে সরকারি এ প্রতিষ্ঠানকে পৈত্রিক সম্পত্তির শোষন করেছেন। সর্বশেষ ওই অশুভ চক্রের কালো থাবা পড়ে সাংস্কৃতিক জনদের পরিমন্ডলে। জেলা শিল্পকলা একাডেমীর ৪শ সদস্যের সদস্য পদ খেয়ে ফেলে প্রহসণের নির্বাচন আহবান করেছে তারা। এই অনিয়মতান্ত্রিক কার্যকলাপের প্রতিবাদে “অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ” যশোরের পক্ষে জেলা প্রশাসকের কছে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয় অগ্নিবীণার ২০ জনসহ শহরের আরও ৪শ শতাধিক সাংস্কৃতিক বান্ধব মানুষের অনিয়মতান্ত্রিকভাবে যশোর শিল্পকলা একাডেমীর সদস্য পদ বাতিল করা হয়েছে। শহরে অনেক বহুল প্রচলিত দৈনিক থাকা সত্বেও কম সার্কুলেশনের দৈনিকে চাঁদা পরিশোধের বিজ্ঞপ্তি ছাপিয়ে দায় সারা হয়। বিগত কমিটির লোকজন অনেকটা উদ্দেশ্য প্রনোদিত ভোট কমানোর জন্য ওই কারসাজি করেছে। কাউকে নূন্যতম কোনো নোটীশ না দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সদস্য পদ বাতিল করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে প্রহসনের নিবাচন প্রস্তুতি নিয়ে তফসিল ঘোষণা করা হয়েছে। নতুন সদস্য নেয়ার ক্ষেত্রেও হয়েছে যশোরবাসীর সাাথে সেরেফ প্রহসণ ও প্রতারণা। বিগত কমিটির লোকজন সদস্য পরম নিজেরাই ভাগ করে নিয়ে পছন্দের লোকজনকে সদস্যপদ দিয়েছেন। চলমান ভোটার তালিকায় নির্বাচন করানো শুভংকরের ফাঁকি দাবি করে নির্বাচনী তফসিল বাতিলসহ ঘোষিত নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়ে অগ্নিবীণা যশোরের পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হলেও কার্যকরি ব্যবস্থা নেয়া হয়নি। নিজেদের পেরিফেরির ভোটে জয়ী হতে চাওয়া চক্রটি ডিসিকে বুঝিয়ে আসছে বলে অভিযোগ। এদিকে মামলার প্রস্তুতি নেয়া ও সদস্য পদ বাতিল হওয়া ৪শ জনের পক্ষে ডিসির কাছে ভিযোগ করা অগ্নিবীণা যশোরের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম জানিয়েছেন তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপের আশায় অপেক্ষা করছিলেন। আগামি ২৬ অক্টোবর ভোট আহবান করা হয়েছে। অথচ অদ্যবধি ভোট স্থগিতের কোনো আদেশ দেননি জেলা প্রশাসক। কাজেই আর অপেক্ষা নয়, ৫জন সিনিয়র আইনজীবী প্যানেল করে প্রস্তুত রয়েছেন। যে কোন সময় মামলা করা হবে। এদিকে যে দুটি প্যনেল ভোট চাইতে গিয়ে পড়েছেন বিপাকে। তারা মনের মধ্যে আশংকায় রয়েছেন ভোট হবে কি হবেনা এনিয়ে দোলাচলে থাকায় তারা ভাল করে প্রচারণা চালাতে পারছেননা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here