যশোর সদরের চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জনের বহুবিধ অভিযোগ

0
417

বিশেষ প্রতিনিধি : যশোর সদর উপজেলার চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মঞ্জুর আলী খানের বিরুদ্ধে ওই ক্যাম্পের অধীনে সাধারণ নিরীহ জনগনের কাছ থেকে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তিনি ওই ক্যাম্পে যোগদানের পর থেকেই সন্ত্রাসী লালনের মাধ্যমে অবৈধ টাকা উপার্জনের ধান্ধায় মেতে ওঠেন।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন, গত ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামের প্রবাসী আইয়ুব আলীর বাড়ি বেড়াতে আসেন মালয়েশিয়া প্রবাসী তরিকুল ইসলাম। তার মদদ পুষ্ট সোর্সের মাধ্যমে খবর পেয়ে রাতেই চাঁনপাড়া ক্যাম্পের আইসি মঞ্জুর আলী খান ওই বাড়িতে অভিযান চালান এবং আইয়ুব আলীর স্ত্রীর সাথে অনৈতিকতার অভিযোগে তরিকুল ইসলামকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে তাকে ইয়াবাসহ পাঁচটি মামলা দিয়ে চালান দেয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন এসআই মঞ্জুর আলী খান। খবর পেয়ে তরিকুল ইসলামের আত্মীয়-স্বজনরা এসে উক্ত এসআইয়ের সাথে দর কষাকষি করেন। এক পর্যায়ে ৪০ হাজার টাকা ঘুষের বিনিময়ে তরিকুল ইসলামকে পৌর এলাকা থেকে আটক দেখিয়ে ৩৪ ধারায় চালান দেন তিনি। যার নন এফআইআর নং- ৩৩৮/১৮। তরিকুল ইসলাম বাঘারপাড়া উপজেলার ভিটাবল্যা আদমপুর গ্রামের হোসেন আলীর পুত্র। সূত্রগুলো আরো জানান, চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের আইসি মঞ্জুর আলী খান যোগদান করে তিনি ওই ক্যাম্পের অধীনে হামিদপুর মোড়ে নছিমন ও করিমন থেকে অবৈধভাবে টোল আদায়ের জন্য হিরা, মানিক, কাজল, রাজু ও রাসেলের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র গড়ে তুলেছে। সন্ত্রাসী এ চক্রের পৃষ্টপোষকতা করেন তিনি। চিহ্নিত এই চাঁদাবাজদের কাছ থেকে মঞ্জুর আলী খান প্রতি মাসে ২ হাজার টাকা হারে বখরা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত ২০ সেপ্টেম্বর বাউলিয়া মোড়ে নছিমনকে সাইড দেওয়া নিয়ে গোলযোগের সূত্র ধরে মুদি দোকানদার আলমগীর হোসেনকে সন্ত্রাসী হিরা, মানিক, রাজু, রাসেল ও কাজল প্রকাশ্য দিবালোকে পিস্তল নিয়ে ধাওয়া করে। এসময় দারোগা মঞ্জুর আলী খান ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের আটক কিংবা ধাওয়া না করে নীরব ভূমিকা পালন করেন। স্থানীয় জনগণ এসআই মঞ্জুর আলী খানের এই নীরব ভূমিকায় হতবাক হয়ে পড়েন। গরুর মাংস বাকিতে না দেয়ায় গত ৬ সেপ্টেম্বর দাইতলা বাজারের কসাই ইমারতের বাড়িতে অভিযান চালিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যান তিনি। এরপর ৫ হাজার টাকা উৎকোচের বিনিময়ে মোটর সাইকেলটি ছেড়ে দেন তিনি। রেজিষ্ট্রেশন না থাকায় গত ২৭ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গা গ্রামের টোকন হোসেনের এ্যাপাসি মোটর সাইকেলটি জব্দ করেন তিনি। পরে ৩ হাজার টাকা উৎকোচের বিনিময়ে মোটর সাইকেলটি ছেড়ে দেন । গত ২৯ সেপ্টেম্বর নড়াইল রোডের তারাগঞ্জ থেকে ভাড়ায় চালিত একটি মোটর সাইকেলসহ লোহাগড়ার আলমগীর নামে এক ব্যক্তিকে আটক করে ৫ হাজার টাকা উৎকোচের বিনিময়ে ছেড়ে দেন তিনি। গত ১৬ সেপ্টেম্বর রাতে বাউলিয়া মামুন ইট ভাটা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ অভিযোগে তিনি ওই ইট ভাটার নৈশ প্রহরী রোস্তম আলীকে আটক করেন অতঃপর ১০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেন তাকে। সূত্রগুলো আরো জানিয়েছেন, গত ২৮ সেপ্টেম্বর দাইতলা গ্রাম থেকে দুই যুবককে ধরে এনে মাদক মামলায় চালান দেয়ার ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা উৎকোচ নেন মঞ্জুর আলী খান।এছাড়া, ঝুমঝুমপুর বিসিক এলাকার কাঠ ব্যবসায়ী ও বিএনপি নেতা এলোম হোসেনকে নাশকতা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তার কাছ থেকে ১০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন তিনি। গত ১২ অক্টোবর মধ্যরাতে হামিদপুর বিলে শ্রমিক নেতা ইন্তাজ আলীর মৎস্য ঘেরে ভুরি ভোজ ও তাস খেলার আয়োজন করা হয়। সরকারী চাকুরী বিধি লঙ্ঘন করে এসআই মঞ্জুর আলী খান ওই অনুষ্ঠানে অংশ নেন এবং তাস খেলায় মেতে ওঠেন। অনুষ্ঠানে এলাকার বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী উপস্থিত থাকলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি তিনি। এভাবে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই মঞ্জুর আলী খান আইন শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। পুলিশের নির্ভরযোগ্য সূত্রগুলো আরো জানিয়েছেন,ইতিপূর্বে তিনি কেশবপুর উপজেলায় চাকুরী করা কালীন সময়ে কর্তব্য কাজে অবহেলার দায়ে ৬মাস যশোর পুলিশ লাইনে ক্লোজ থাকেন। বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও চলছে। এসব অভিযোগের ব্যাপারে এসআই মঞ্জুর আলী খানের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here