যশোর সদরের লেবুতলায় কলেজ ছাত্রের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন চলছে

0
1190

বিশেষ প্রতিনিধি : নয়ন হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে নানা গুঞ্জন চলছে। নিহত যুবকের লাশ বাড়ির পিছনে ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের শর্শুনাদহা গ্রামের শফিয়ার রহমানের ছেলে।
নিহত কলেজ ছাত্র নয়ন হোসেনের বড় ভাই হুমায়ূন কবীর জানান,রোববার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তার মেঝ ভাই নয়ন হোসেন বাড়িতে ভাত খেতে বসে। হঠাৎ তার মোবাইল নাম্বারে একটি ফোন আসে। ফোন পেয়ে সে বাড়ির বাইরে বের হয়। পরে রাতে সে আর বাড়িতে ফেরেনি। ওই রাতে খোঁজাখুজির এক পর্যায় সোমবার ১৬ জুলাই সকালে মরদেহ বাড়ির পাশে পাওয়া যায়। নয়ন হোসেন হাত ভাঙ্গা অন্ডকোষ গলানো। তাকে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে দিয়েছে। হুমায়ূন কবির আরো জানান, ওই এলাকার আমজাদ তরফদারের ছেলে মাহবুবুর রহমানের ভাইজির সাথে নয়ন হোসেনের যোগাযোগকে কেন্দ্র করে ওই পরিবারের লোকজন নয়ন হোসেনকে হুমকী ধামকী দেয়। মাহবুবুর রহমান ও ইমান আলীর ছেলে ই¯্রাফিলের সাথে তাদের বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে লেবুতলা ইউনিয়নের ২ নং ফুলবাড়ি ওয়ার্ড মেম্বর প্রার্থীর পক্ষে কাজ না করার জের চলে আসছিল। নয়ন হোসেনের মরদেহ পাওয়ার পর মাহবুবুর রহমান ও ই¯্রাফিলকে এলাকায় পাওয়া যাচ্ছেনা। নয়ন হোসেনের বড় ভাই হুমায়ূন কবীর সন্দেহ করছে, মাহবুবুর রহমান ও ই¯্রাফিফ এই হত্যাকান্ডে জড়িত। তাছাড়া,নয়ন হোসেনের মোবাইল ফোন লাশের পাশে ফেলে রেখে যায়। মোবাইল ফোনে রিসিভ হওয়া নাম্বার ডিলেট করা রয়েছে। তবে নয়ন হোসেনের মোবাইল ফোনের সিম অনুসন্ধান করলে ওই রাতে কে ফোন দিয়েছে তার বেরিয়ে আসা সম্ভব । নয়ন হোসেনের পরিবারের সদস্যরা বিকেলে কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল বাশার মিয়ার কাছে বিষয়টি জানায়। এ রির্পোট লেখা পর্যন্ত হত্যা মামলা দায়ের করা হয়নি। তবে লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। নিহত নয়ন হোসেন শহীদ সিরাজুদ্দীন ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের সরকারী নাম্বারে ফোন করা হলে তিনি রিসিভ করেনি। তবে পুলিশ পরিদর্শক তদন্ত আবুল বাশার মিয়াকে ফোন করা হলে তিনি বলেন,নয়ন হোসেন মৃত্যু সংক্রান্ত ব্যাপারে হাসপাতাল থেকে সংবাদ আসায় অপমৃত্যু মামলা হয়েছে। অপমৃত্যু মামলার পর ময়না তদন্ত সম্পন্ন করা হয়। হাসপাতাল থেকে মৃত্যু সংক্রান্ত ব্যাপারে তথ্য আসে ইলেক্ট্রিকশকে মৃত্যু হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর রোঝা যাবে হত্যা কিনা।তাছাড়া,অভিযোগকারীকের আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার এসআই মিজানুর রহমান জানান,নিহত কলেজ ছাত্র নয়ন হোসেনের শরীরে পুড়ার চিহ্ন রয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নয়ন হোসেন মারা গেছে। তিনি আরো জানান,বাড়ির পাশে ই¯্রাফিলের পোল্ট্রি ফার্মের বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হতে পারে। ময়না তদন্ত ছাড়াই প্রথমে নয়ন হোসেনের পরিবার লাশ নেওয়ার চেষ্টা করে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে মুত্যুর রহস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here