যশোর -৬ আসন থেকে মনোনয়নপত্র নিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অপু

0
665

নিজস্ব প্রতিবেদক,কেশবপুর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৬ আসন থেকে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে বিএনপি দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন কেশবপুরে সন্তান বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
অমলেন্দু দাস অপু ১৯৮৭ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের জগ্ননাথ হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৮ সালে জগ্ননাথ হল শাখার আহবায়ক হন। ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন সম্পাদক ও জগ্ননাথ হল শাখার আহবায়কের দায়িত্ব পালন করে। রাজনীতি প্রজ্ঞা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কারনে ছাত্ররাজনীতি জনপ্রিয় হয়ে উঠেন অমলেন্দু দাস অপু। রাজপথের লড়াকু সৈনিক হিসাবে সকলের নজর কাড়ে। ১৯৯১ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে জাতীয়তাবাদী যুবদলের সদস্য পরবর্তীতে সম্পাদক মন্ডলী সদস্য, যুগ্ন সম্পাদকের মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন । তিনি ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়ে ।তিনি,কেশবপুরে মন্দির ভিক্তিক স্কুল প্রতিষ্ঠা, মন্দির, মাদ্রাসা, উন্নয়নে ভূমিকা রাখে। দলের দূরদিনে দলীয় প্রধানদের নিদেশনা অনুযায়ী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন দলকে সুসংগঠিত করবার জন্য।
রাজনীতি প্রজ্ঞা রাজপথের লড়াকু নেতা অপু তার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন। রাজপথের প্রায় সকল আন্দোলনে তাকে দেখা যায় । অমলেন্দু দাস অপু সাংবাদিক জানান দলীয় মনোনয়ের ব্যাপারে আমি আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here