যুবমৈত্রী যশোর সভাপতি অনুপ রাশিয়া যাচ্ছেন

0
350

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ যুবমৈত্রীর যশোর জেলা কমিটির সভাপতি অনুপ কুমার পিন্টু বিশ্ব যুব উৎসবে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন। ১১ অক্টোবর ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি রাশিয়ার মস্কোতে পৌঁছুবেন।আগামী ১৪ থেকে ২২ অক্টোবর রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম ছাত্র-যুবদের বিশ্ব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্র-যুবরা প্রতি ৪ বছর অন্তর এই যুব উৎসবে অংশ নেয়।এবারের উৎসবে ১৫০টি দেশের ২০ হাজারের বেশি ছাত্র-যুব অংশ নেবে বলে জানা গেছে।এই উৎসব ১৯৪৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৫৭ ও ১৯৮৫ সালে মস্কোতে এই উৎসব হয়। এরমধ্যে ১৯৫৭ সালের উৎসবটি ছিল স্মরণকালের সর্ববৃহৎ। বিশ্বের ১৩১টি দেশের ৩৪ হাজার ছাত্র-যুব ওই উৎসবে অংশ নেয়।ন্যায়বিচারের ধারণা, আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালীকরণ এবং আন্তঃজাতিগত ও আন্তঃসাংস্কৃতিক সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে বিশ্বের তরুণদের একত্রিত করায় এই উৎসবের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের মূল অনুষ্ঠান হবে অলিম্পিক পার্কে। সাংস্কৃতিক এবং বিনোদনমূলক অনুষ্ঠানসমূহ হবে কৃষ্ণসাগরের তীরে বিশ্বের অন্যতম সুন্দর বিচ সোচিতে। মস্কোতে যুব ও শিক্ষার্থীদের প্যারেডের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর সংস্কৃতি ও বিশ্বায়ন, গ্লোবাল অর্থনীতি, জ্ঞান অর্থনীতি, পাবলিক প্রতিষ্ঠানের উন্নয়ন, রাজনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের উপরের আলোচনা, সাধারণ বক্তৃতা এবং বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হবে।বাংলাদেশ থেকে এবার বিভিন্ন শ্রেণি-পেশার ৪০জন প্রতিনিধি রাশিয়ায় এই উৎসবে যোগ দিতে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here