রমজান মাসকে সামনে রেখে =মনিরামপুর অঞ্চল দিয়ে ভারতীয় মালামাল পাচারের নিরাপদ রুট

0
439

উত্তম চক্তবর্তী,মনিরামপুর(যশোর) : প্রবিত্র রমজান মাসকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার দিয়ে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় মালামাল পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ৷ সপ্তাহে তিনদিন রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড় হয়ে ভারতীয় অবৈধ মালামাল গাড়ী করে পাচার হয়ে যাচ্ছে মণিরামপুর, যশোরসহ বিভিন্ন শহরে৷
জানা গেছে, চোরাকারবারি সিন্ডিকেট কলারোয়া থানার খোরদো ব্রীজ পার করে রাজগঞ্জ চৌরাস্তা মোড়ের উপর দিয়ে পাচার করছে ভারতীয় মালামাল৷ এজন্য উল্লেখিত রুটের কয়েকটি পয়েন্টে চোরাকারবারি সিন্ডিকেট নিয়োগ করেছে লাইনম্যান৷ চোরাকারবারি সিন্ডিকেট ঝাঁমেলা এড়াতে স্থানীয়দের চুক্তিতে টাকা দিয়ে মালামাল পাচার করে থাকে বলে অভিযোগ উঠেছে৷
সূত্র জানিয়েছে, ভোর রাত থেকে শুরু করে সকাল সাতটার মধ্যেই রাজগঞ্জ বাজার পার করা হয় ভারতীয় অবৈধ মালামাল বহন করা গাড়ীগুলো৷ আর রাজগঞ্জ বাজারের পরির চায়ের দোকানে বসে থাকেন চোরাকারবারি সিন্ডিকেটের নিয়োগ করা লাইনম্যান৷ তবে স্থানীয় আইন প্রয়োগকারি সংস্থা বিষয়টি জানেন না বলে দাবি করেছে৷
স্থানীয় সচেতন সমাজ বলেন, যেহেতু স্থানীয় আইন প্রয়োগকারি সংস্থা জানে না, তাহলে তাদের চোখ ফাঁকি দিয়েই চোরাকারবারি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ভারতীয় মালামাল পাচার করে যাচ্ছে৷
বিষয়টির দিকে নজর দিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে এলাকাবাসি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here