রাখাইনে গুলিবিদ্ধ রোহিঙ্গার চট্টগ্রাম মেডিকেলে মৃত্যু

0
433

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসা এক রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

শনিবার সকালে গুলিবিদ্ধ অবস্থায় মিয়ানমারের দুই নাগরিক হাসপাতালে ভর্তি হওয়ার তিন ঘণ্টা পর বেলা সোয়া ১১টার দিকে একজন মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. মুসা (২২) রাখাইনের মংডু এলাকার মো. ইসমাইলের ছেলে। আহত মো. মোক্তার হোসেন (২৭) একই এলাকার গুল মোহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার মধ্যরাতে মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্টে হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে বাহিনীর ১২ সদস্যসহ ৭৭ রোহিঙ্গা বিদ্রোহী নিহত হয়েছেন। মিয়ানমারে দৈনিক মিজিমার খবরে নিহতের সংখ্যা ৮৯ জন বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here