রাজগঞ্জের পল্লীতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে স্কুল ছাত্র নিহত

0
464

উত্তম চক্তবর্তী : রাজগঞ্জের পল্লীতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে রায়হান হোসেন (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল নয়টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের খেদাপাড়া বাজারে এঘটনা ঘটে। রায়হান বসন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও খেদাপাড়া পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো। এঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিসহ (ঝিনাইদহ-ট-০২-০১৫৫) চালক আমিনুর রহমান(৪২)কে আটক করে গনধোলাই দেয়৷ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রায়হানের লাশ, ঘাতক ট্রাক ও চালক আমিনুরকে হেফাজতে নেয়৷
পরে চালক আমিনুরকে পুলিশ পাহারায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমিনুর ঝিকরগাছা উপজেলার কৃত্তিপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার৷
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে স্কুলে আসছিলো রায়হান। পথিমধ্যে খেদাপাড়া বাজারের গোবিন্দ ফার্নিসারের সামনে পৌঁছুলে রাস্তার পাশে রাখা ইট-কাঠে বেধে পড়ে যায় রায়হান। ঔ সময় বিপরীতমুখী একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায় রায়হান।
মণিরামপুর থানার এএসআই আব্দুর রহমান জানান, পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। দুর্ঘটনার জন্য কেউ দায়ী নয়। মণিরামপুর থানার এসআই ফিরোজ আলম বলেন,লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি আটকসহ চালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here