রাজগঞ্জের মাঠে মাঠে ধান গাছে কারেন্ট পোকা দেখা দিয়েছে ফলে কৃষকরা হতাশা

0
334

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস॥ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের বিভিন্ন মাঠে কারেন্ট পোকার আক্রমন দেখা দিয়েছে। ফলে বাইলসহ গাছ শুকিয়ে পল হয়ে যাচ্ছে। যার কারনে ধান গাছের বাইল গুলো শুকিয়ে যাচ্ছে এবং কিছু দিনের মধ্যে ধান গাছ গুলো শুকিয়ে পল হয়ে যাচ্ছে। ফলে উৎপাদন কম হওয়ার আশাংখ্যা করছে কৃষকরা। এদিকে স্বর্নধানে এ পোকার আক্রমন বেশি দেখা দিয়েছে বলে জানিয়েছে কৃষকরা। যার কারনে কৃষকরা হতাশা হয়ে পড়ছে। সরেজমিনে দেখা গেছে, রাজগঞ্জ এলাকার সকল ইউনিয়নের মাঠে মাঠে কারেন্ট পোকার আক্রমন দেখা দিয়েছে। খেদাপাড়া ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মিলন হোসেনের ২ বিঘা, উজিরের ২ বিঘা, হাবিবুরের ৩ বিঘাসহ সবুজ ও আরশাদের জমিতে ও ঝাঁপা ইউনিয়নের হানুয়ার বাগেরআলী গ্রামের রুহুল কুদ্দুসের ৫ বিঘা, কামালের ৩ এ পোকার আক্রমন হয়েছে বলে তারা জানান। এদিকে চালুয়াহাটী ইউনিয়নের মোবারকপুর গ্রামের সুনীল ঘোষের ৮বিঘা ধানে এই পোকার আক্রমন হয়েছে। দেখা গেছে বুধবার বিকেলে ৪ জন লোক ধানে কীটনাশক স্প্রে করছে। হরিহরনগর ইউনিয়নের হরিহরনগর গ্রামের আবুল কালামের ১৫ বিঘা, আব্দুস সালামের ৬ বিঘা, আব্দুস সাত্তারের ৬ বিঘা ও এনায়েতপুর গ্রামের নছিমের ৩বিঘা, রাজ্জাকের ৩বিঘা, এরশাদ আলীর ২বিঘা ধানে এ পোকার আক্রমন দেখা দিয়েছে বলে এ সকল কৃষকরা জানিয়েছে। এ বিষয়ে কথা হয় হানুয়ার গ্রামের কৃষক মোজাম গাজী ও দীঘিরপাড় গ্রামের কৃষক মিলন হোসেন এর সাথে তারা জানান, এ পোকা দমনের জন্য বিভিন্ন কীটনাকের দোকান থেকে প্রতিশেক মূলক কড়া বিষ জাতীয় কীটনাশক এনে ধানে স্প্রে করেছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকারের সাথে কথা হলে তিনি প্রতিনিধিকে বলেন, আমরা এ পোকার আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য প্লেনাম হপার সট নামক কীটনাশক ওষধ ধান গাছের গোড়াই ছিটানোর কথা বলেছি।

Attachments area