রাজগঞ্জে অবৈধ বালু উত্তোলন দুইটি মেশিন বন্ধসহ সরঞ্জাম জব্দ

0
410

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর) অফিস : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের পারখাজুরা বাশিয়াপাড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধসহ বালু তোলার দুইটি মেশিন ও সরঞ্জামাধি জব্দ করেছে। শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসানের নেতৃত্বে এসব সরঞ্জাম জব্দ করে উপজেলা পরিষদের গোডাউনে রাখা হয়।
আদালত পরিচালনাকালে পুলিশসহ বেঞ্জ সহকারী হিসেবে সার্ভেয়ার আব্দুল মান্নান ও চালুয়াহাটি ইউনিয়নের নায়েব মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। নায়েব মাহাবুবুর রহমান জানান, বাশেরহাট পাড়ায় চারপাশে বসতবাড়ি ঘেরা মধ্যখানে এলাকার মুহিবউল্যা ও আব্দুর রশিদের কাছ থেকে ১০ বছরের চুক্তিতে জমি লিজ নিয়ে হাজিরহাট গ্রামের আব্দুস সালাম, মশিয়ার রহমান ও আজিজুর বাশিয়া নামে তিন ব্যক্তি গত ২/৩ মাস ধরে বালু তুলছিলেন। তারা গভীরভাবে মাটি খুড়ে বালু তোলায় আশপাশের জমি ভেঙে পুকুরে পড়ছিল। ক্ষতিগ্রস্থ লোকজন বাধা দিলেও তারা কর্ণপাত না করায় অভিযোগ পেয়ে তিনি (নায়েব) বালু তোলা বন্ধ করে দেন। এরপর আবারও বালু তুললে এসিল্যান্ড অফিস বালু তোলা বন্ধ করান। নতুন করে আবার বালু উত্তোলন শুরু করায় এলাকাবাসী গত ২৭ ডিসেম্বর ইউএনও অফিসে লিখিত অভিযোগ করেন। মাহাবুর বলেন, গত বুধবার অভিযোগের কপি হাতে পেয়ে সরেজমিন আমি বালু তুলতে নিষেধ করি। কিন্তু তারা শোনেননি। ফলে বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান আদালত পরিচালনা করে বালু তোলা বন্ধ করে দেন। (শুক্রবার) দুপুরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বালু উত্তোলনের দুটি মেশিনসহ সরঞ্জামাধি জব্দ করে উপজেলা গোডাউনে রাখা হয়েছে।

2 Attachments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here