রাজগঞ্জে আ.লীগ নেতার মৃত্যু

0
377

উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর)অফিস : মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল স্মৃতি সংসদের সভাপতি সবার প্রিয় মুখ মাস্টার ইব্রাহিম হোসেন (৫৮) রোববার ভোর ৫টার দিকে বার্ধ্যকো রোগে আক্রান্ত হয়ে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷
মাস্টার ইব্রাহীম হোসেন হয়াতপুর গ্রামের বাসিন্দা ও হয়াতপুর দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ছিলেন৷
জানা গেছে, মরহুম মাস্টার ইব্রাহিম হোসেন বিগত প্রায় ৩ মাস অসুস্থ্য অবস্থায় বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পর সর্বশেষ খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে মারা যায়৷
রোববার জোহর বাদ স্থানীয় ভাবে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়৷
মরহুম মাস্টার ইব্রাহিম হোসেনের নামাজে জানাযায় উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন৷ উপস্থিত সকল মুসল্লিরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন করেন৷ এর আগে তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন মণিরামপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আমজাদ হোসেন লাভলু, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, প্রকৌশলী নজরুল ইসলাম খান, সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মিকাইল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম মিলন, চেয়ারম্যান সামছুল হক মন্টু, আব্দুল হামিদ সরদার,ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম এম ইমরান খান পান্না, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন খান, সরদার আলাউদ্দিন প্রমুখ৷
এদিকে ইব্রাহীম হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here