রাজগঞ্জে গরুর খামারিদের মাথায় হাত, বর্তমানে গো- খাদ্য খড়ের দাম আকাশ ছোঁয়া

0
764

উত্তম চক্তবর্তী : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গরুর খামারিদের মাথায় হাত, বর্তমানে গো- খাদ্য খড়ের দাম আকাশ ছোঁয়া। খড়ের দাম এভাবে বাড়তে থাকলে খামারিদের খামার বন্ধ করে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সরেজমিনে বিভিন্ন হাটবাজার ও খামার ঘুরে দেখা গেছে, অনেক খামারি কোনো চাকরি না পেয়ে আশায় বুক বেঁধে গরুর খামার শুরু করেছে, শুরুতে ভালোই চলছিল খামার কিন্তু বর্তমানে খড়সহ বিভিন্ন গো- খাদ্যের দাম চড়া হওয়ায় তারা ভাবছে খামার বাদ দিয়ে অন্য পেশায় চলে যাবে। উপজেলার রাজগঞ্জ হাটে গিয়ে দেখা গেছে, গত বছর এ সময় মাঝারি আকারের ধানের খড়ের দাম ছিল পোন (৮০)টি প্রতি ১০০-১২০ টাকা অর্থাৎ এক কাউন ১৯০০-২০০০ টাকা। বর্তমানে প্রতি কাউন খড়ের দাম ৩৫০০-৪০০০ টাকা। অন্যদিকে ভূষি ওষুধের দামও বেড়েছে। খড়ের দাম চড়া হওয়ায় অনেকেই খড় না কিনে বাড়ি ফিরছেন৷ গত বছর বন্যার কারণে ধানক্ষেত ব্যাপক ক্ষতি হওয়ায় এবারের ধানের খড়ের দাম এত বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here