রাজগঞ্জে শীতের আগাম প্রস্তুতি : ফুটপাতে নিন্ম আয়ের মানুষের ভীড়

0
335

উত্তম চক্রবর্তী : ভোরের শিশির আর হিমেল হাওয়া জানিয়ে দিচ্ছে শীত দ্বারপ্রান্তে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের বারতা। শীত নিরাবনের জন্যই আগে ভাবে প্রস্তুতি নিচ্ছে রাজগঞ্জ অঞ্চলের নিন্ম আয়ের মানুষ। তাই ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভীড় করছে নিন্ম আয়ের মানুষ।
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসা দোকানগুলো ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে ওঠেছে। সবাই যেন মনের আনন্দে কিনছে পছন্দের শীতের পোশাক। স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে সোয়েটার, জ্যাকেট, মাফলার, কোর্ট, প্যান্ট, কানটুপিসহ বিভিন্ন প্রকার শীতবস্ত্র। শীতের কারণে ব্যাপক চাহিদা বেড়েছে গরম কাপড়ের। এ জন্য দোকানীরা কম মূল্যের কাপড়ের পসরা বসিয়েছে ফুটপাতে। এসব কাপড় ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম থেকে আমদানী করে বিক্রি করছে। ফুটপাতের দোকানগুলোতে কম মুল্যে কাপড় পাওয়ায় বেচাকেনা বেশি হচ্ছে। এসব দোকানে ব্যবসা জমে উঠায় এ ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা একদিকে ক্রেতারা যেমন লাভবান হচ্ছে অন্যদিকে তারা সংসারেও সচ্ছলতা আনছে। শীতের তীব্রতা বাড়লে চাহিদা আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here