রাজগঞ্জ অঞ্চলের ব্যাপী চলছে আমের মুকুলের পরিচর্যা

0
1307

উত্তম চক্তবর্তী:আমের মুকুলের পরিচর্যায় ব্যস্ততম সময় পার করছেন যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রত্যন্ত অঞ্চলের আমচাষী সহ গাছ মালিকরা। ভালো ফলনের আশায় আমের মুকুলে কীটনাশক ঔষধ প্রয়োগ করছেন তারা। মাত্রারিক্ত কুয়াশার চাদরে ঢেকে গেলে আমের ভালো ফলন হতে বিমুখ হতে পারেন এমন আশঙ্কায় আগেভাগেই তারা পরিচর্যায় নেমে পড়েছেন বলে জানা যায়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার হানুয়ার গ্রামের এক গাছ মালিক জানান, ভালো ফলনের আশায় গাছ মালিকগণ কীটনাশক প্রয়োগের মাধ্যমে পোকামাকড় নিবারণের চেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা শ্রমের বিনিময়ে গাছে বিশ প্রয়োগ করছি মাত্র। কীটনাশক বিক্রেতা আনারুল ইসলাম জানান, কৃষি অফিস হতে আমের মুকুলের পরিচর্যা স্বরুপ পোকা দমনের রিপকট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যা বোতল প্রতি ৩২০ টাকা দাম। এক বোতল বিষে ৪০ টি গাছে ভালোভাবে স্পে করা সম্ভব। গাছ মালিক হানুয়ার গ্রামের ডাঃ বাবু জানান, এ বছর আম গাছ গুলোতে যে পরিমান মুকুল ধারণ করে আছে তাতে ভালো ফলন পাব বলে শতভাগ আশাবাদী। অগ্রিম গাছ কেনা আম ব্যবসায়ী মালেক ও হালিম জানান, আগেভাগেই ভালো ফলন পাব বলে নেমে পড়েছি বাগান ক্রয়ে। আশাকরি এবছর আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হওয়া সম্ভব হবে।
উল্লেখ্য বর্তমানে আম অঞ্চল খ্যাতি অর্জন করতে সম হয়েছে। আম চাষ বিদেশে রপ্তানির মাধ্যমে গতবছর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এ অঞ্চলের জনসাধারণ। একারণে এ বছর আম চাষে মুকুলের অবস্থান বুঝে আপামোর রাজগঞ্জ সহ প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণ, আম চাষীরা ভালো ফলনের মাধ্যমে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্র অর্জনে আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here