রাজগঞ্জ বাজারের বটতলা গোলচত্বর দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিতে যাচ্ছে:যশোর জেলা পরিষদ

0
466

উত্তম চক্তবর্তী : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বটতলা মোড়ের গোলচত্বরের অবৈধ্য স্থাপনা সরিয়ে একটি দৃষ্টিনন্দন গোলচত্বর করার উদ্যোগ নিতে যাচ্ছে যশোর জেলা পরিষদ ৷
যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাংবাদিক শহিদুল ইসলাম মিলন জানান, খুব দ্রুত সময়ের মধ্যে বটতলা গোলচত্বরের অবৈধ্য স্থাপনা সরিয়ে এলাকার সাধারণ মানুষের বসার মত একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে একটি সুন্দর দৃষ্টিনন্দন গোলচত্বর তৈরি করার পরিকল্পনা চলছে এবং যতো দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তাঁর ব্যবস্থা করা হবে৷
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, আমরা গোলচত্বররের দখল মুক্ত করতে স্থানীয় চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারকে বার বার জানিয়েছি৷ কিন্তু কোন ফল পাইনি৷ এখন যশোর জেলা পরিষদের প্যানেল-২ চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন উল্লেখিত গোল চত্বরের অবৈধ্য স্থাপনা সরিয়ে দিয়ে জন সাধারণের জন্য উম্মুক্ত বসার জায়গা করে একটি দৃষ্টিনন্দন সুন্দর পরিবেশ সৃষ্টি করার উদ্যোগ নিয়েছেন৷
উল্লেখ্য, বাজারের বটতলা গোলচত্বরে দীর্ঘদিন ধরে পোল্ট্রি মুরগীর মাংস বিক্রিসহ বিভিন্ন ফুটপথের দোকানদাররা পলিথিন দিয়ে টোং ঘর তৈরি নোংড়া পরিবেশ সৃষ্টি করে বসে আছে৷ যা দেখতে মটেও শোভনীয় না৷ সাথে সাথে নষ্ট হচ্ছে পরিবেশ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here