রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে মেক্সিকো

0
430

ক্রীড়া ডেস্ক: রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে মেক্সিকো। শুক্রবার রাতে পানামার বিপক্ষে ১-০ গোলের জয়ে তিন ম্যাচ বাকি থাকতেই মূলপর্ব নিশ্চিত হয় দলটির। উত্তর ও মধ্য আমেরিকা থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। সেই তিন দলের মধ্যে মেক্সিকানদের অবস্থান নিশ্চিত হয়ে গেছে।

এই অঞ্চলের বাছাইয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মেক্সিকো। আর সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে কোস্টারিকা রয়েছে দ্বিতীয় স্থানে। যুক্তরাষ্ট্র ও হন্ডুরাস সমান ৮ পয়েন্ট করে নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। কিন্তু হন্ডুরাস ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি ম্যাচ থাকায় এই দুটি দলের যে কোনো একটি ছিটকে পড়বে।

সেই হিসেবে সেরা তিন দল থেকে মেক্সিকোর আর ছিটকে পড়ার আশঙ্কা না থাকায় বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয় দলটির। এই নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হলো মেক্সিকানদের। মেক্সিকোর পক্ষে খেলার ৫৩ মিনিটে একমাত্র গোলটি করেন হার্ভিং লোজানো।

মেক্সিকো পঞ্চম দল হিসেবে জায়গা পেল রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে। আয়োজক রাশিয়া ছাড়াও ব্রাজিল, ইরান ও জাপান মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here