রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে যশোরে ইমাম পরিষদের মিছিল ও সমাবেশ

0
462

নিজস্ব প্রতিবেদক : যশোর ইমাম পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, সারাবিশ্বে মুসলিমদের কোণঠাসা করতে নির্যাতন-নিপীড়ন চলানো হচ্ছে। অতীতের নির্যাতন-নিপীড়ন ছাড়িয়ে গেছে মিয়ানমার সরকার, সেনাবাহিনী ও সেখানকার উগ্র বৌদ্ধরা। গণহারে হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে। সম্ভম হারাচ্ছেন হাজার হাজার মুসলিম নারী। প্রকাশ্যে গলা কাটা হচ্ছে শিশুদের। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
শনিবার দেশটির সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের পৈশাচিকতার প্রতিবাদে রাস্তায় নামে যশোর ইমাম পরিষদ। ইমামদের সঙ্গে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন হাজারো সাধারণ মানুষ।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে শহরের দড়াটানা চত্বরে ছোট ছোট মিছিল নিয়ে জমায়েত হয় ইমাম পরিষদ।
সমাবেশে সংগঠনের সভাপতি আনোয়ারুল করীম যশোরী সভাপতিত সমাবেশে বক্তৃতা করেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতি ইয়াহিয়া, মাওলানা নাসিরুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মুফতি শামসুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাইম, মুফতি হাফিজুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা নির্যাতিত মুসলিমদের আশ্রয় দেওয়ায় সরকারকে সাধুবাদ জানান। একইসঙ্গে তাদের অধিকার আদায়সহ নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here