রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে যশোরে প্রস্তাবিত প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির চেক প্রদান

0
487

নিজস্ব প্রতিবেক, যশোর: বার্মার রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যোর্থে প্রস্তাবিত প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. যশোর জেলা প্রশাসকের নিকট ১ লাখ টাকার চেক হস্তান্তর করেছে। হস্তান্তর উপলক্ষে প্রেসক্লাব যশোরে শনিবার সকালে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা নিজামদ্দিন অমিত। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান, প্রচার সম্পাদক শাহিনুর রহমান লাল্টু, সদস্য আলাউদ্দিন, খুরশিদ আলম, মিজানুর রহমান, আজিজুর হোসেন, সাদ্দাম হোসেন, মো. আলাউদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষে থেকে জেলা প্রশাসকের হাতে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন সমাজের বিত্তশালী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের আত্মমানবতা সেবায় নিয়োজিত থাকার আহবান জানিয়ে বলেন, প্রস্তাবিত প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি আজ রোহিঙ্গাদের সাহায্যার্থে যে চেক প্রদান করেছে তাতে মানবতার জয় হয়েছে। বাংলাদেশের আপামর সাধারণ মানুষ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন। যারা দাড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ দিতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here