লকডাউন হল যশোর জেলা

0
1000

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ৬ টা থেকে লক ডাউন কার্যকর করা হবে।

রবিবার সার্কিট হাউজে করোনা বিষয়ক এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এ সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, যশোেরে বাইরের জেলা থেকে নতুন করে কেউ ঢুকতে পারবে না। সকল প্রকার যাতায়াত বন্ধ করা হবে। জরুরি প্রয়োজন ছাড়া উপজেলাগুলোর সাথেও জেলা শহরের কোন যাতায়াত হবে না। ঔষধের দোকন ছাড়া সকল দোকানপাঠ বন্ধ থাকবে। কোথাও লোকসমাগম দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, লে.ক. নিয়ামুল হালিম খান, প্রেসক্লাব যশোরের সভপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এ ব্যাপারে যশোরের জেলা প্রশাসক জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ওষুধের দোকান, কাঁচাবাজার, নিত্যপণ্যের দোকান, কৃষি সংক্রান্ত বিষয়াদি যেমন সার, বীজ, কীটনাশকের দোকান, ফুয়েল স্টেশন প্রভৃতি লকডাউনের আওতামুক্ত থাকবে।
এর আগে যশোরের চৌগাছা শহরকে প্রথম লকডাউন করা হয়। পরে গোটা উপজেলাকে লকডাউনের আওতায় আনা হয়।
আজকের সভায় জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্বন্ধেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।