লাগামহীন সাইবার অপরাধ

0
428

সারা বিশ্বেই ইন্টারনেটের ভার্চুয়াল জগতে সময় কাটাইবার প্রবণতা বৃদ্ধি পাইতেছে। বাংলাদেশও ইহার বাহিরে নহে। একটি পরিসংখ্যান হইতে জানা যায়, বর্তমানে দেশে পৌনে ৭ কোটি ইন্টারনেট গ্রাহকের মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আড়াই কোটির কাছাকাছি। পৃথিবীর যেই সকল শহরে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি, সেইসকল শহরের মধ্যে ঢাকার স্থান দ্বিতীয়।

একটি জনপদে যত বেশি মানুষ থাকিবে, তাহাদের মধ্যে যত বেশি সম্পর্কের মিথস্ক্রিয়া ঘটিবে তত বেশি নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। ভার্চুয়াল জগতের বিকাশ ঘটিতেছে যেই গতিতে, তাহার সহিত তাল মিলাইয়া সিংহভাগ মানুষই সতর্কতার সহিত পদক্ষেপ ফেলিবার নিয়মকানুনে অভ্যস্ত হইয়া উঠিতে পারিতেছে না। সেই সুযোগে নানা ছদ্মবেশে অপরাধ করিবার প্রবণতাও বৃদ্ধি পাইতেছে অনেক বেশি। বলা যায়, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বৃদ্ধির সহিত জ্যামিতিক হারে বাড়িতেছে সাইবার অপরাধ। পর্নোগ্রাফি, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং, ওয়েবসাইট হ্যাকিং, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাকিং করিয়া টাকা উত্তোলন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ সাইবার অপরাধ বর্তমানে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছাইয়াছে। জানা গিয়াছে, গত ৫ বত্সরে প্রায় দুই শত গুণ বৃদ্ধি পাইয়াছে সাইবার অপরাধের মামলা। রাজধানীর ৪৯টি থানায় বর্তমানে গড়ে প্রতিদিন দুইটি হইতে তিনটি করিয়া ফেসবুকে প্রতারণা ও হয়রানির অভিযোগ জমা হইতেছে। সেই হিসাবে শুধু রাজধানীর থানাগুলিতেও মাসে নথিবদ্ধ হইতেছে তিন হইতে সাড়ে ৪ হাজার অভিযোগ। বত্সরে ইহার পরিমাণ দাঁড়াইতেছে ৪০ হাজারের কাছাকাছি। ইহার বাহিরে সারাদেশের থানাগুলিতে নথিভুক্ত অভিযোগ তো রহিয়াছেই। এই ধরনের অভিযোগ শুধু পুলিশের নিকটই যাইতেছে না, বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের হেল্প ডেস্কেও জমা পড়িতেছে। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার হেল্প ডেস্কের তথ্যানুযায়ী, সাইবার অপরাধের ৭০ শতাংশ অভিযোগই আসে নারীদের নিকট হইতে। অন্যদিকে সাইবার হেল্প ডেস্কে গত দুই বত্সরে জমা পড়িয়াছে ১৫ হাজারেরও বেশি অভিযোগ। ইহার মধ্যে কিছু অভিযোগ খুবই ভয়াবহ। বলিবার অপেক্ষা রাখে না, দেশি ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে অপরাধের ধরন বদলাইতেছে। প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধরনের চতুর অপরাধীদের মোকাবিলায় আমাদের প্রস্তুতি এখনো সন্তোষজনক নহে। আশার কথা হইল, পুলিশ সদর দফতর সূত্রে জানা গিয়াছে, সাইবার অপরাধ তদন্তে গঠন করা হইতেছে পুলিশের বিশেষ ইউনিট ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেন্টার’। সিআইডি কার্যালয়ে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেটিভের অর্থায়নে ২৮ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হইতেছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সাইবার ইনভেস্টিগেশন সেন্টার।

সাইবার অপরাধীর বিচারে দেশে কঠিন আইন রহিয়াছে। কিন্তু সেই পরিমাণে সাইবার অপরাধ বৃদ্ধি পাইতেছে, তাহার তুলনায় অপরাধী শনাক্তে অভাব রহিয়াছে দক্ষ জনবলের। সেই কারণে সাইবার অপরাধীদের ধরিতে কেবল আধুনিক প্রযুক্তি থাকিলেই হইবে না, তাহার সঠিক ব্যবহার ও আইনের যথার্থ প্রয়োগ করিবার মতো প্রশিক্ষিত দক্ষ জনবলও প্রয়োজন। মনে রাখিতে হইবে, সাইবার অপরাধ করিয়া পার পাওয়া যাইবে না—এই সংক্রান্ত দৃষ্টান্তমূলক বার্তা ভার্চুয়াল জগতে ছড়াইতে না পারিলে সাইবার অপরাধের লাগাম টানা সম্ভবপর হইবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here